Site icon Trickbd.com

পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ একাদশ

এশিয়া কাপ টি২০ ২০১৬ তে নিজেদের শেষ ম্যাচ খেলতে বুধবার বাংলাদেশের প্রতিপক্ষ ২০১২ সালের চ্যাম্পিয়ন পাকিস্তান। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সন্ধ্যা সাড়ে সাতটায়। ফাইনাল নিশ্চিত করতে এ ম্যাচে জয়ের বিকল্প নেই মাশরাফিদের। [খেলাটির লাইভ স্কোর দেখুন এখানে]

এশিয়া কাপ ২০১৬ ভারতের কাছে ৪৫ রানের হার দিয়ে শুরু করলেও সংযুক্ত আরব আমিরাতকে ৫১ ও শ্রীলঙ্কাকে ২৩ রানে হারিয়ে ফাইনালের আশা বাঁচিয়ে রেখেছে বাংলাদেশ। অন্যদিকে টুর্নামেন্টে ভারতের কাছে ৫ উইকেটে হারার পর পরের ম্যাচেই আরব আমিরাতকে ৭ উইকেটে হারিয়ে টুর্নামেন্টে টিকে থাকলো পাকিস্তান।

টি২০ তে এর আগের মুখোমুখিতে গত বছর পাকিস্তানকে ঘরের মাঠে একমাত্র টি২০ ম্যাচে ৭ উইকেটে হারায় বাংলাদেশ। টি২০ তে পাকিস্তানের বিপক্ষে এটিই প্রথম জয় ছিল বাংলাদেশের। মিরপুরে সে ম্যাচে সাব্বির-সাকিবদের দাপট ছিল। ওই ম্যাচেই আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ঘটান মুস্তাফিজুর রহমান, কিন্তু ইঞ্জুরির কারনে এশিয়া কাপ শেষ তার।

এশিয়া কাপ টি২০ ২০১৬ এ তিন ম্যাচে দুই জয় নিয়ে ৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে অবস্থান করছে বাংলাদেশ। নেট রান রেট +০.৪৮৩। অন্যদিকে দুই ম্যাচে এক জয় নিয়ে ২ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রয়েছে পাকিস্তান। নেট রান রেট -০.৪৯৪।

শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের পর সাইড স্ট্রেইন ইঞ্জুরিতে পড়ে এশিয়া কাপে আর খেলা হচ্ছে না মুস্তাফিজুর রহমানের। বাংলাদেশ দলের জন্য একটি দুঃসংবাদই। তবে মুস্তাফিজুরের পরিবর্তে তামিম ইকবালকে দলে এনেছে টিম ম্যানেজমেন্ট। বাবা হওয়ার পর দিনই ব্যাংকক থেকে দেশে ফিরে অনুশীলনে যোগ দেন তিনি। পাকিস্তান সুপার লিগ (পিএসএল) এ দুর্দান্ত ফর্মে ছিলেন তামিম। বাংলাদেশ দলে হয়ত আট ব্যাটসম্যান থাকতে পারে। মোহাম্মদ মিথুনের পরিবর্তে দলে আসতে পারেন নাসির হোসেন। ওপেনিংয়ে থাকবেন তামিম ইকবাল ও সৌম্য সরকার।

পাকিস্তানের একাদশে থাকতে পারেন তিন পেসার। দলের পেস আক্রমণে থাকবেন মোহাম্মদ আমির, ওয়াহাব রিয়াজ ও মোহাম্মদ ইরফান।

বাংলাদেশের সম্ভাব্য একাদশঃ.

তামিম ইকবাল, সৌম্য সরকার, সাব্বির রহমান, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, নুরুল হাসান সোহান (উইকেট-রক্ষক), নাসির হোসেন, মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), তাসকিন আহমেদ, আল-আমিন হোসেন।

পাকিস্তানের সম্ভাব্য একাদশঃ.

মোহাম্মদ হাফিজ, শারজিল খান, উমর আকমল, শোয়েব মালিক, সরফরাজ আহমেদ (উইকেট-রক্ষক), শহিদ আফ্রিদি (অধিনায়ক), ইমাদ ওয়াসিম, মোহাম্মদ নওয়াজ, ওয়াহাব রিয়াজ, মোহাম্মদ আমির, মোহাম্মদ ইরফান।

আরো টিপস পেতে এখানে ক্লিক করুন