বর্তমান সময়ের মানুষের কাছে বিশেষ জনপ্রিয়তা পেয়েছে সেলফি। ধেয়ে আসা ট্রেন বা বিষধর সাপের সামনে গিয়েও সেলফি তুলতে চান অনেকে। আর এমন বেপরোয়া আচরণের সূত্রে ঘটছে মৃত্যুবরণের ঘটনা। সেলফি তুলতে গিয়ে যাতে অকালে প্রাণ হারাতে না হয় কাউকে সে জন্য ভারতের মুম্বাই শহর ও সমুদ্র উপকূলের ১৫ স্থানে সেলফি তোলা নিষিদ্ধ করেছে দেশটির পুলিশ।
নিষিদ্ধ ঘোষণা করা ওই ১৫ স্থানে নো সেলফি জোন লেখা সতর্কতা জারি করে বিলবোর্ড দেওয়া হয়েছে পুলিশের পক্ষ থেকে।
যেসব স্থানে সেলফি তোল নিষিদ্ধ করা হয়েছে সেগুলোর মধ্যে মুম্বাইয়ের মেরিন ড্রাইভ, বান্দ্রা সমুদ্রসৈকতের বাসস্ট্যান্ড ও গিরুয়াম চোপাত্তি সৈকত উল্লেখযোগ্য।
আরো টিপস পড়ুন এখানে