Site icon Trickbd.com

একটি শিক্ষানীয় পোষ্ট সবাই পড়ুন ও শেয়ার করুন

Unnamed

হুজুর নামাজ পড়িয়ে
মসজিদ হতে বাসায়
ফিরছিলেন, তো পথের
মধ্য এক বেধর্মী
তাকে জ্ঞিগাসা করল
যে, এই পৃথিবীতে
অসংখ্য ধর্ম আছে,
তাহলে কি
সৃষ্টিকর্তা ও
অসংখ্য?
হুজুর লোকটির কথা
শুনে পাশের বাড়ি হতে
তিনটা কলস নিলেন,
তারপর একটি পুকুর
হতে কলস তিনটা পূর্ন
করে, চাঁদের দিকে মুখ
করে মাটিতে রেখে
লোকটির কাছে
জ্ঞিগাসা করলেনঃ
দেখতো চাঁদ কয়টা….?
লোকটি দেখলো যে

প্রতিটি কলসিতে
একটি করে চাঁদের
প্রতিচ্ছবি আছে।
তাই তিনি বল্লেন,
হুজুর মোট তিনটা চাঁদ
আজে…
হুজুর কলসির সমস্ত
পানি পুকুরে ঢেলে দিয়ে
বললেন, আসলেই কি
আকাশে তিনটা চাঁদ…?
এবার বিশাল এই
দীঘিতে তাকিয়ে
দেখতো, কয়টা চাঁদ
দেখতে পাও…!
লোকটি বলল, মাএ
একটা চাঁদ দেখা যাই
হুজুর বলল,
কলসির মতো মানুষ
নামের এই প্রানীটির
ও চিন্তাশক্তি
সীমিত, আর এজন্যই
তুমি তিনটা চাঁদ
দেখছো, কিন্তু বিশাল
এই জলরাশি আর
দূরের ঐ সীমাহিন
আকাশের দিকে
তাকিয়ে দেখতো….!
তুমি কেবল একটিই
চাঁদ দেখতে পাবে, আর
মনে রাখবে, পৃথিবীতে
অসংখ্য ধর্ম থাকলেও
অসংখ্য এই মানুষের
সৃষ্টিকর্তা কেবল
একজন-ই।
পরের দিন ঐ বেধর্মি
ব্যাক্তি টি হুজুরের
নিকট হতে ইসলাম
ধর্ম গ্রহন করলেন…..!
Exit mobile version