Site icon Trickbd.com

গোলাপি হ্রদ

পৃথিবীর বিভিন্ন দেশে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে অসংখ্য সুন্দর আর বৈচিত্র্যপূর্ণ স্থান। ভিন্ন ভিন্ন বৈশিষ্ট্যপূর্ণ এসব স্থান প্রকৃতিপ্রেমী এবং পর্যটকদের দু’চোখের সৌন্দর্য পিপাসা মিটিয়ে দেয়। তেমনি একটি স্থান হল অস্ট্রেলিয়ার পশ্চিমে প্রশান্ত মহাসাগরের তীরঘেঁষে থাকা গোলাপি হ্রদ। নাম হিলিয়ার হ্রদ। প্রায় ৬০০ মিটার দীর্ঘ এবং ২৫০ মিটার প্রশস্ত এ হ্রদটির প্রধান বৈশিষ্ট্য হল গোলাপি রঙের পানি। দূর থেকে দেখলে সমুদ্রের নীল জলরাশি এবং তার পাশে থাকা বিস্তীর্ণ সবুজ বনের মাঝে ছোট্ট এ গোলাপি অংশটুকু যেন কল্পনার কোনো ছবিকেও হার মানায়। হিলিয়ার হ্রদটি আবিষ্কৃত হয় ১৮০২ সালে। যদিও হ্রদটির পানির এ বর্ণিল হওয়ার যথাযথ কারণ এখনও উদঘাটন হয়নি, তবুও ধারণা করা হয়, এক ধরনের শৈবালের উপস্থিতির কারণেই পানির এই রং। আবার সেখানকার পানিতে উপস্থিত খনিজ লবণের বিক্রিয়ার কারণেও পানির রং এমন হতে পারে। তবে এ পানি মানুষ কিংবা অন্যান্য প্রাণীদের জন্য মোটেও ক্ষতিকর নয়, তার প্রমাণ এখানে বাস করা স্থানীয় ও বিভিন্ন মৌসুমে আসা পরিযায়ী পাখি।