Site icon Trickbd.com

প্রশ্নোত্তর পর্ব – ১ (প্রতিদিন রাত ০৮.৩০মিনিটে) ট্রিকবিডি স্পেশাল

আমার মোবাইল ফোনের মেমোরি কার্ডের কোনো কিছু মোছা যাচ্ছে না। কম্পিউটারে কার্ড রিডারের মাধ্যমেও কোনো কিছু হচ্ছে না। ফরম্যাটিং ডিস্ক লেখা আসে, কিন্তু ফরম্যাট হয় না। কী করব?

উত্তর: মেমোরি কার্ডে ‘লক’ রয়েছে। এটি আনলক অবস্থায় আছে কিনা দেখে নিন। এতে যদি কাজ না হয় তবে বুঝতে হবে মেমোরি কার্ডের তথ্য নষ্ট হয়ে গেছে। সে ক্ষেত্রে তথ্য উদ্ধারের (ডেটা রিকভারি) সফটওয়্যার ব্যবহার করে মেমোরি কার্ড ফরম্যাট করে নেওয়া যাবে। এ কাজটি সার্ভিস সেন্টারগুলো করে থাকে।

সাথেই থাকুন আপনাদের সকলের প্রশ্ন থাকলে আমাদের করতে পারেন।

সম্পূর্ন ফ্রিতেই আপনাদের সকল টেকনোলজিক্যাল প্রবলেম সল্বভ করার চেস্টা করব।

প্রশ্ন করেন এই টিউনের কমেন্ট বক্সে।

উত্তর আগামিকাল ঠিক রাত ০৮.৩০ মিনিটে আপনার প্রিয় দুনিয়া ট্রিকবিডিতে……………

……………………………………ধন্যবাদ………………………………..

মোঃ হাসান আল মামুন

০১৮৬৬০৫২০২৩