Site icon Trickbd.com

সমর্থকদের জন্য বেশি খারাপ লাগছে মাশরাফির

Unnamed

এশিয়া কাপ টি-টোয়েন্টি টুর্নামেন্টে
ভারতের বিপক্ষে ফাইনাল ম্যাচে পরাজিত
হয়েছে স্বাগতিক বাংলাদেশ দল। শিরোপা জয়ের
আক্ষেপটা থাকছেই। কিন্তু অধিনায়ক মাশরাফি বিন
মুর্তজা জানালেন, সমর্থকদের জন্যই হারটা তার
কাছে বেশি হতাশার।
ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে এ কথা জানান
বাংলাদেশ ক্রিকেট দলের সীমিত ওভারের সফল
এই অধিনায়ক।
তিনি বলেন, ‘আজকে ফাইনালে আমরা জিততে
পারিনি, এটা অবশ্যই হতাশার। কারণ, বাংলাদেশের

প্রত্যেকটা মানুষ কাজ ফেলে রেখে খেলা
দেখেছে। টিকেটের জন্য অনেকে আহত
হয়েছে। তাই হেরে যাওয়াটা অবশ্যই হতাশার।
আমাদের কাছে খুব খারাপ লেগেছে।’
তবে নিজেদের অর্জনটাকে পিছিয়ে রাখছেন
না তিনি। টি-টোয়েন্টিতে বাংলাদেশের এমন
পারফরম্যান্স আগে দেখেনি কেউ। বিশ্বকাপের
আগে টুর্নামেন্টটি প্রস্তুতি হিসেবে দারুণ
কাজে দিয়েছে বলেই মনে করছেন অধিনায়ক।
মাশরাফির ভাষায়, ‘আমরা ফাইনাল খেলেছি। আমাদের
কাছ থেকে এটা খুব ভালো পারফরম্যান্স।
ছেলেরা সত্যি খুব ভালো করেছে। অবশ্যই
এটা আমরা বিশ্বকাপে নিয়ে যেতে পারি। কিন্তু
বিষয় হচ্ছে, আমাদের আগে বাছাইপর্ব (প্রথম
পর্ব) খেলতে হবে।’
জানিয়ে রাখা ভালো, এশিয়া কাপ টি-টোয়েন্টি
টুর্নামেন্টে শ্রীলংকা ও পাকিস্তানকে পরপর
হারায় বাংলাদেশ। দুইটি দেশকে পরপর হারানোর
রেকর্ড