বাংলাদেশের বাজারে নতুন প্রজন্মের ডিজিটাল নিরাপত্তাব্যবস্থা ছেড়েছে জেড এম ইন্টারন্যাশনাল (www.zmintl.com)। ৩ মার্চ রাজধানীতে এক অনুষ্ঠানে এ ব্যাপারে বিস্তারিত জানানো হয়। স্বাগত বক্তব্যে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী জাকির উদ্দিন আহমেদ বলেন, ‘মানসম্পন্ন এসব প্রযুক্তি পণ্য ও সেবা আমাদের মূল্যবান অর্থ ও জীবন বাঁচাতে সাহায্য করবে এবং টেকসই উন্নয়ন ত্বরান্বিত করবে।’
মোবাইল নেটওয়ার্ক ভিডিও রেকর্ডারে (এনভিআর) দেশীয় একটি মোবাইল নেটওয়ার্ক সেবাদাতা প্রতিষ্ঠানের সিম কার্ডের মাধ্যমে ইন্টারনেট সংযোগ দেওয়া হবে। ২ মার্চ জেড এম ইন্টারন্যাশনাল ও মোবাইল নেটওয়ার্ক সেবাদাতা প্রতিষ্ঠানটির মধ্যে এ বিষয়ে চুক্তি স্বাক্ষরিত হয়। সহজে বহনযোগ্য এই এনভিআর যন্ত্রের মাধ্যমে যেকোনো যানবাহন সব সময় পর্যবেক্ষণ করা যাবে।