Site icon Trickbd.com

নতুন প্রজন্মের ডিজিটাল নিরাপত্তাব্যবস্থা উদ্বোধন

Unnamed

বাংলাদেশের বাজারে নতুন প্রজন্মের ডিজিটাল নিরাপত্তাব্যবস্থা ছেড়েছে জেড এম ইন্টারন্যাশনাল (www.zmintl.com)। ৩ মার্চ রাজধানীতে এক অনুষ্ঠানে এ ব্যাপারে বিস্তারিত জানানো হয়। স্বাগত বক্তব্যে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী জাকির উদ্দিন আহমেদ বলেন, ‘মানসম্পন্ন এসব প্রযুক্তি পণ্য ও সেবা আমাদের মূল্যবান অর্থ ও জীবন বাঁচাতে সাহায্য করবে এবং টেকসই উন্নয়ন ত্বরান্বিত করবে।’

অনুষ্ঠানে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার আলী আহম্মেদ খান বলেন, ‘নতুন প্রজন্মের এই সকল অত্যাধুনিক প্রযুক্তি বাংলাদেশের সকল স্তরের মানুষের নিরাপত্তা নিশ্চিত করবে।’ বিজিএমইএর ভাইস প্রেসিডেন্ট এস এম মান্নান বলেন, ‘বাংলাদেশের মূল অর্থনৈতিক শক্তি তৈরি পোশাক কারখানাগুলো এসব আধুনিক প্রযুক্তি ব্যবহার করে সম্ভাব্য দুর্ঘটনা থেকে নিরাপদ থাকতে পারে।’
মোবাইল নেটওয়ার্ক ভিডিও রেকর্ডারে (এনভিআর) দেশীয় একটি মোবাইল নেটওয়ার্ক সেবাদাতা প্রতিষ্ঠানের সিম কার্ডের মাধ্যমে ইন্টারনেট সংযোগ দেওয়া হবে। ২ মার্চ জেড এম ইন্টারন্যাশনাল ও মোবাইল নেটওয়ার্ক সেবাদাতা প্রতিষ্ঠানটির মধ্যে এ বিষয়ে চুক্তি স্বাক্ষরিত হয়। সহজে বহনযোগ্য এই এনভিআর যন্ত্রের মাধ্যমে যেকোনো যানবাহন সব সময় পর্যবেক্ষণ করা যাবে।
এ ছাড়া ৫ মার্চ রাজধানীর মিরপুরে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স প্রশিক্ষণকেন্দ্রের সম্মেলনকক্ষে ‘নতুন প্রজন্মের সেফটি ও সিকিউরিটি সলিউশন সাউথ এশিয়ান স্টাডি’ শীর্ষক সেমিনারের আয়োজন করা হয়। সেখানে জাকির উদ্দিন আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন আলী আহম্মেদ খান।