Site icon Trickbd.com

আগামিকাল পুর্ন সুর্য গ্রহন

Unnamed

পৃথিবী আরসূর্যের মাঝখনে চাঁদের অবস্থানের ফলে চাঁদের ছায়া পড়ে পৃথিবী অন্ধকারচ্ছন্ন হয়ে যায়। এটাই সূর্যগ্রহণ।এমন-ই এক পূর্ণ সূর্যগ্রহণ দেখা যাবে আগামী ৯ মার্চ। ওই দিন চাঁদ পৃথিবী আর সূর্যের মাঝখানে অবস্থান করে সূর্যেরআলোকে পুরোপুরি ঢেকে দিবে। চাঁদের ব্যাসরেখা সূর্যের থেকে বড় দেখা যাবে যার ফলে সূর্যের আলোকে পৃথিবীতে আসতেবাধা দিবে।২০১৬ সালের এই পূর্ণ সূর্যগ্রহণ ইন্দোনেশিয়ার কিছু অংশ, সুমাত্রা, বোর্নিও, সুলাওয়েসি এবং প্রশান্ত মহাসাগরের কিছু কিছু অঞ্চল থেকে দেখা যাবে। এছাড়াও উত্তর ও পূর্ব অস্ট্রেলিয়া, দক্ষিণ এশিয়ায় এবং পূর্ব এশিয়ার কিছু কিছু অঞ্চল থেকেও আংশিক সূর্যগ্রহণও দেখা যাবে। পরিপূর্ণ গ্রহণ ৪ মিনিট ৯ সেকেন্ড স্থায়ী হবে বলে জানা গেছে।

Amraito.com