Site icon Trickbd.com

আপনার ব্লগে ভিজিটরদের জন্য যুক্ত করুন Welcome Messege

আমাদের কমবেশি সবার নিজস্ব ব্লগ রয়েছে;আর সেগুলির বেশির ভাগই ব্লগার দিয়ে তৈরি;আর কেনই বা হবেনা অতি স্বল্প পরিশ্রমে যে সুন্দর আাকর্ষনীয় সর্বপরি অসাধারন একটি ব্লগ যে সহজেই তৈরি করা যাচ্ছে।
ব্লগ আাছে ঠিকই তবে যদি ভিজিটরই ব্লগে আানন্দ না পায়,তাহলেও তো হবে না ?
তাই আাপনাদের জন্য একটি blogger widgets এনেছি;যা অনেকটা হলেও ভিজিটর গণের কাছে আপনার ব্লগকে অনেকটা আকর্ষনীয় করে তুলতে সক্ষম ?
আপনার ব্লগে ভিজিটর আাসলেই সাথে সাথে ব্লগ থেকে একটি welcome messege আসবে।এর লাইভ ডেমো দেখুন

এই widgets এর মাধ্যমে আপনি আাপনার ব্লগ ভিজিটর দের আাপনার ব্লগ নিয়মিত ভিজিট এবং সবসময় ব্লগের সাথে থাকার আাহব্বান জানাতে পারবেন আর যার ফলে আাপনি আাপনার ভিজিটরদের কিছুটা হলেও ধরে রাখতে পারবেন।

widgets এর কোড

<!—StartCopyPopMsg—>
<script> function MYALERT() {
alert (“Your Welcome Speech Here“); }
MYALERT() </script>
<!—EndCopy—>
১.এই কোডটি কপি করে নিন।
২.তারপর আাপনার ব্লগার ড্যাসবোর্ড এ যান।
৩.এরপর লেআাউট অপশন সিলেক্ট করুন।
৪.এরপর সেখানে সাইড বারের যেকোন স্হানের add a gadgets সিলেক্ট করুন।
৫.এখন HTML/Javascirpt গ্যাজেট সিলেক্ট করুন এবং কোডটি পেস্ট করে দিন।
Live demo

বি:দ্র: এখানে কোডটির ভেতর Your Welcome Speech Here বাক্যটি কেটে আাপনার পছন্দসই বাক্য লিখতে পারেন 

যদি টিউন টি আপনার খারাপ লাগে তবে টিউমেন্টে জানাতে পারেন।