গত বছরে বাজারে আসা গ্যালাক্সি এস ৬ মডেলটির তুলনায় এবারে বাজারে আসা এস ৭ স্মার্টফোনটির আগাম ফরমায়েশ বেশি পাওয়ার দাবি করেছে স্যামসাং ইলেকট্রনিকস। স্যামসাংয়ের সহ প্রধান নির্বাহী জেকে শিনের বরাতে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
জেকে শিন অবশ্য ঠিক কতগুলো গ্যালাক্সি এস ৭ এর আগাম ফরমায়েশ পেয়েছেন সে তথ্য প্রকাশ করেননি। শুক্রবার থেকে দক্ষিণ কোরিয়াসহ বিভিন্ন দেশের বাজারে এই ফোন বিক্রি শুরু হয়েছে। ভারতের বাজারে এস এর দাম ৪৮ হাজার ৯০০ রুপি আর এস ৭ এজের দাম ৫৬ হাজার ৯০০ রুপি। বাংলাদেশে শুধু এস ৭ এজ ফোনটি বিক্রি করছে স্যামসাং মোবাইল বাংলাদেশ। এর দাম ৭৯,৯৯০ টাকা।
গ্যালাক্সি এস ৭ ও এস ৭ এজ দুটি ফোনের হার্ডওয়্যার একই রকম। এস ৭ এ আছে ৫ দশমিক ১ ইঞ্চি ডিসপ্লে। ১৫২ গ্রাম ওজনের ফোনটিতে তিন হাজার মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি রয়েছে। এস ৭ এজ ফোনটিতে রয়েছে সাড়ে পাঁচ ইঞ্চি ডিসপ্লে, তিন হাজার ৬০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি। দুটি স্মার্টফোনেই আছে কোয়াড এইচডি সুপার অ্যামোলেড ডিসপ্লে যাতে ২৫৬০ বাই ১৪৪০ পিক্সেল রেজুলেশন পাওয়া যায়। তথ্যসূত্র: রয়টার্স ও স্যামসাং মোবাইল বাংলাদেশ।