সুপার টেন নিশ্চিত করেছে বাংলাদেশ
ক্রিকেট দল। বাংলাদেশ আতঙ্কে ভুগতে
শুরু করেছে বিশ্বসেরা দলগুলো।
পাকিস্তান, ভারত থেকে শুরু করে ক্রিকেট
পরাশক্তিরা এখনই টাইগার বধের ছক কষতে
শুরু করে দিয়েছে। টিম বাংলাদেশের
ভয়ডরহীন ক্রিকেটই সবাইকে নতুন করে
ভাবিয়ে তুলছে।
‘২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে কোন দল
সবাইকে চমকে দিবে?’ ক্রিকইনফোর এই
প্রশ্ন নিয়ে হাজির হয়েছিল বেশ কয়েকজন
কিংবদন্তীর কাছে। যেখানে অংশ
নিয়েছিলেন সাবেক ইংলিশ অধিনায়ক
মাইকেল ভন, শ্রীলংকান কিংবদন্তী কুমার
সাঙ্গাকারা, মাহেলা জয়াবর্ধনে, দক্ষিণ
রোডস, সাবেক ইংলিশ স্পিনার গ্রায়েম
সোয়ান, কিংবদন্তী ক্যারিবীয় পেসার
কোর্টনি ওয়ালশ। তাদের অধিকাংশের
কণ্ঠেই ছিল বাংলাদেশের নাম।
কিংবদন্তীদের সবাই বিশ্বাস করেন,
বাংলাদেশ দল এবার সবাইকে চমকে
দেবে। বিভিন্নভাবে তারা বলছে, ‘এই
বিশ্বকাপে যে কোন সময় বাংলাদেশ যে
কোন দলকেই চমকে দিতে পারে।’
ক্রিকেট পরাশক্তি হিসেবে
বাংলাদেশের উত্থানের সূচনাটা ২০১৫
বিশ্বকাপ থেকেই। ইংল্যান্ডেরমত
দ্বৈত্যবধ করে কোয়ার্টার ফাইনালে নাম
লেখানোর পর থেকেই। বিশ্বকাপের পর
থেকে এখনও পর্যন্ত নিজেদের সেরা ফর্মে
রয়েছে বাংলাদেশ। টি-টোয়েন্টিতে
কিছুটা সংশয় থাকলেও এবারের এশিয়া
কাপে পাকিস্তান-শ্রীলংকার মত দলকে
টোয়েন্টি বিশ্বকাপেও যে বাংলাদেশ
দুর্দান্ত কিছু করে দেখাবে সেটাই বলছেন
কিংবদন্তীরা। এশিয়া কাপের ফর্মটা যে
বিশ্বকাপেও বাংলাদেশ ধরে রাখছে
সেটা আর বলার অপেক্ষা রাখে না।
এজন্যেই বাংলাদেশকে নিয়ে ভাবছে
ক্রিকেটের পরাশক্তিগুলো।