যে কোন ওয়েবসাইটের জন্য ট্রাফিক হল
একটি খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার।
একে এনেক সময় ব্লগের রক্ত বলেও
অভিহিত করা হয়। যদি আপনার
ওয়েবসাইটের কোন ট্রাফিক না
থাকে, তাহলে আপনার ওয়েবসাইটের
কোন মূল্যই থাকবে না। কাজেই প্রধান
বিষয় হচ্ছে ওয়েবসাইটের জন্য ভিজিটর
বাড়ানো। ওয়েবসাইটের ভিজিটর
বাড়ানোর বেশ কয়েকটি উপায় আছে,নিচের পোষ্ট টি পড়ুন এবং সে মতন কাজ করুন, আশা করি এই পোষ্টটি আপনাদের সাইট এ ভিজিটর বাড়াতে সাহায্য করবে।
১. আপনার ব্লগ গুগল,বিং বা ইয়াহু তে
সাবমিট করুন।অনেক সময় অনেক Spam
মেইল আসে যেগুলো তে লিখা
থাকে কিছু টাকার বিনিময়ে আপনার
ব্লগকে ২৫০০০ সার্চ ইনজিনে সাবমিট
করে দেবে। তার কোন দরকার নেই।
কারণ ইন্টারনেট এর প্রায় অর্ধেক
জায়গা দখল করে আছে গুগল, তার পরে
আছে বিং এবং তার পরে আছে ইয়াহু
আর অবশিষ্ট অল্প কিছু স্থান দখল করে
আছে অন্যান্য সার্চ ইঞ্জিন।
তাইগুগল,বিং ও ইয়াহু এই তিনটি সার্চ
ইনজিনে ব্লগ/ওয়েব সাইট সাবমিট
করাই যথেষ্ট ।
২ .এর পরের কাজ হল নিয়মিত কনটেন্ট
লেখা এবং কপি পেস্ট হতে বিরত
থাকা। এতে একটু দেরিতে হলেও সার্চ
ইনজিন আপনার সাইট অন্যান্য নতুন সাইট
এর থেকে তাড়াতাড়ি ইনডেক্স করবে।
৩. প্রতিদিন কমপক্ষে একটি করে নতুন
পোস্ট লিখবেন, এতে একজন ভিসিটর
ব্লগটিতে / সাইটটিতে নতুন কি লিখা
হল তার কৌতূহলে আসবে এবং এক
পর্যায়ে বুকমার্ক করবে। এজন্য কন্টেন্ট
হতে হবে মৌলিক, এবং নিয়মিত।
৪ . ব্লগটিতে/ ওয়েবসাইটে পোস্ট
ভালভাবে ও নিয়মিতভাবে লিখার
পরের কাজ সাইট / ব্লগ এর ডিজাইন সুন্দর
করা। এতে ভিসিটররা আকৃষ্ট হবে।
৫.ব্লগ বা ওয়েব সাইটে সোশ্যাল প্লাগ
ইন মানে Facebook like,Twitter tweet.Facebook
share প্রভৃতি যুক্ত করুন। এগুল বিশেষ করে
Facebook share বাটন আপনাকে আর ও
ভিসিটর এনে দিবে।
৬ .আমাদের দেশে এমন অনেক সাইট
আছে যেগুলো তে সবসময় প্রচুর ভিজিটর
online এ থাকে।আমি এখানে কেবলকিছু
দেশীয় বাংলা ব্লগের কথা বলব।
ব্লগ ,টেকটিউনস , সামহ্য়্যার ইন ব্লগ ,আমার
ব্লগ ইত্যাদি।এ সকল ব্লগের পেজ রেঙ্ক
ভালো।
আপনি এ সকল ব্লগে গিয়ে আপনার
website টি নিয়ে পোষ্ট করুন আপনার
সাইট এর লিঙ্ক দিন। এতে কিছু
ভিসিটর পাবেন। এছাড়া যে কোন
ব্লগের/সাইটের মন্তব্যে আপনার সাইট
লিঙ্ক দিন।
৭. সাইটকে ভালো SEO (Search Engine Optimization)
করুন।
৮. ব্লগে অতিরিক্ত Widget লাগাবেন
না। এতে সাইট লোড হতে দেরি হয়
এবং এতে ভিসিটর বিরক্ত হয়।
৯. আপনি যদি একজন প্রফেশনাল ব্লগার
হন তবে English এ ব্লগ বানান । এতে
বাংলাদেশি ছাড়াও অনেক
ভিসিটর পাবেন।
১০. ব্লগে একটি নির্দিষ্ট সময়ে ব্লগিং
প্রতিযোগিতার আয়োজন করুন আর
সাধ্যমত পুরস্কার দিন।
১১. উঁচু র্যাংক প্রাপ্ত ওয়েবসাইটে
কমেন্ট করাঃ
আপনি উঁচু র্যাংক প্রাপ্ত ওয়েবসাইটে
মন্তব্য করে এবং মন্তব্যের শেষে আপনার
সাইটের লিংক দিয়ে এসে আপনার
সাইটে ভিজিটর বাড়াতে পারেন।
এটাকে ব্যাকলিঙ্ক বলে। আর
ব্যাকলিঙ্ক পদ্ধতি সাইটের ভিজিটর
বাড়ানোর অন্যতম প্রধান উপায়গুলোর
একটি বলে ধরা হয়। তবে এক্ষেত্রে
একটি কথা মনে রাখবেন যে
কমেন্টগুলো অবশ্যই বিষয়বস্তুর সাথে
সম্পৃক্ত হতে হবে। তা না হলে আপনার
কোন লাভ হবে না।
১২.আপনার ওয়েবসাইটকে কোন
সামাজিক বুকমার্কিং সাইটে যোগ
করুনঃ
আপনি ইন্টারনেটে বেশ কয়েকটি
বুকমার্কিং সাইটপাবেন যেমন
Facebook,Digg, StumbleUpon, Mixx, Reddit, Yahoo
Buzz ইত্যাদি। এই সাইটগুলো আপনার
ওয়েবসাইটের জন্য প্রচুর পরিমাণে
ট্রাফিক বয়ে আনতে পারে যদি
আপনার ওয়েবসাইটটি প্রধান বা
জনপ্রিয়ে কোন পেজে যায়গা পায়।
প্রধান পেজে আপনার আর্টিকেলকে
জায়গা পেতে হলে আপনার লেখাটি
অবশ্যই খুব দৃষ্টিনন্দন এবং আকর্ষনীয় হতে
হবে। পুরাতন খবর বাদ দিয়ে আপনাকে
অবশ্যই নতুন এবং আপডেট খবর নিয়ে
১৩. আপনার ওয়েবসাইট বা ব্লগটিকে
বিভিন্ন সার্চ ইঞ্জিনে যোগ করুনঃ
যদি আপনি আপনার ব্লগের URL টিকে
Bing,Google, Yahoo, MSN ইত্যাদি সার্চ
ইঞ্জিনে যোগ করে থাকেন তাহলে
সেগুলো খুবসহজেই আপনার সাইটটিকে
ইন্ডেক্স করবে এবং সার্চ ইঞ্জিনের
রেজাল্টে সেগুলো পাওয়া যাবে।
আর এভাবে আপনি খুব সহজেই আপনার
ব্লগের জন্য ভিজিটর বা ট্রাফিক
বাড়াতে পারবেন। যখন লোকে আপনার
ব্লগে ক্লিক করতে থাকবে তখন এটা উঁচু
র্যাঙ্ক পেতে থাকবে।
১৪.নিয়মিতভাবে ফোরামে অংশগ্রহন
করুনঃ
অনলাইনে Digital Point, Blogger Forum, Yahoo
Answers ইত্যাদি নামক অসংখ্য ফোরাম
সাইট রয়েছে। আপনি এসব ফোরামে
নিয়মিতভাবে অংশগ্রহন করতে পারেন
এবং মন্তব্য করবার পরে সেটার নিচে
আপনার সাইটের লিঙ্ক দিয়ে আসতে
পারেন। এতে লোকে আপনার সাইটে
ভিজিট করবে। তবে মন্তব্যটিকে
আকর্ষনীয় করে তুলুন যাতে তা সহজেই
মানুষের চোখে পড়ে।
১৫.চ্যাট বক্সে আপনার ওয়েবসাইটের
লিঙ্ক প্রদানকরুনঃ
এটা হল ট্রাফিক বাড়ানোর অন্যতম
একটা উপায়। অনেক লোক এটা নাও পছন্দ
করতে পারে। তারা মনে করতে পারে
যে এটা তাদের ব্লগের ইমেজকে ছোট
করে দিবে। কিন্তু নিঃসন্দেহে এটা
সাইটের ভিজিটর বাড়ানোর অন্যতম
একটা উপায়।
১৬.ফেসবুকের বিভিন্ন জনপ্রিয় পেইজ ও গ্রুপ এর কমেন্ট এ আপনার সাইট এর ভালো কোনো পোষ্ট এর টাইটেল দিয়ে পোষ্ট এর লিংক দিয়ে দিলে খুব ভালো ভিজিটর পাওয়া যাবে
১৭.সর্বোপরি আপনার ব্লগ/সাইট এর
উন্নতির জন্য কঠোর শ্রম দিন ও ধৈর্যশীল
হন , দেখবেন আপনার Visitor খুজতে হবে
না visitor ই আপনাকে খুজবে।
পোষ্টটি ভালো লাগলে আমার সাইট থেকে দয়া করে ঘুরে আসুন