Site icon Trickbd.com

নতুন অপারেটিং সিস্টেম নিয়ে কাজ শুরু করেছে মাইক্রোসফট

Unnamed

মাইক্রোসফট নতুন অপারেটিং সিস্টেম নিয়ে কাজ শুরু করেছে। লিনাক্সের সঙ্গে মিলে ‘আজুরি ক্লাউড সুইচ (এসিএস)’ নামে নতুন অপারেটিং সিস্টেম তৈরি করছে প্রতিষ্ঠানটি।

এসিএস তৈরির বিষয়টি মাইক্রোসফটের ওয়েবসাইটের অফিসিয়াল ব্লগ টিউনে ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। এতে বলা হয়েছে, লিনাক্সের সঙ্গে মিলে নির্মাণ করা হচ্ছে ক্রস-প্ল্যাটফর্ম মডুলার অপারেটিং সিস্টেম ফর ডাটা সেন্টার নেটওয়ার্কিং। এটা ডাটা সেন্টার নেটওয়ার্ক হিসেবে কাজ করবে।
নতুন এই অপারেটিং সিস্টেমটি টাইপিক্যাল কনজ্যুমার-গ্রেড অপারেটিং সিস্টেমের মতো হবে না। বরং আজুরি ক্লাউড সুইচ (এসিএস) লিনাক্স অপারেটিং সিস্টেমটি ইন্টারনাল টুল হিসেবে ব্যবহার করা যাবে। এর ফিক্স করা বাগগুলো হবে খুবই দ্রুতগতি সম্পন্ন।
এরই মধ্যে এসিএস সিস্টেমটি ব্যবহার করেছে মাইক্রোসফট। চলতি বছরের আগস্টে প্রতিষ্ঠানটির সিগকোম কনফারেন্সে পরিচালতি হয়েছে এই এসিএস সিস্টেমের মাধ্যমে। কনফারেন্সটি অনুষ্ঠিত হয়েছে লন্ডনের ইম্পেরিয়াল কলেজে।

পোস্টি ভাল লাগলে আমার ব্লগ থেকে ঘুড়ে আসতে পারেন।