Site icon Trickbd.com

এখন দাবা খেলুন মেসেঞ্জারে ।

Unnamed

৮০ কোটি ব্যবহারকারীর ফেসবুক মেসেঞ্জার ধীরে ধীরে একটি শক্তিশালী যোগাযোগমাধ্যম হয়ে উঠেছে। এটি এখন শুধু একটি চ্যাট প্রোগ্রামেই সীমাবদ্ধ নেই। এটি দিয়ে আপনি বিভিন্ন স্টিকার, জিআইএফ, ছবি, ভয়েস মেসেজ পাঠাতে পারেন।

বর্তমান সময়ে ফেসবুকের এই অ্যাপটির ভয়েস ও ভিডিওকল সার্ভিস ব্যাপক জনপ্রিয় হয়ে উঠছে। এর সর্বশেষ সংযুক্তি হলো দাবা বা চেস গেম। এ খবর জানিয়েছে প্রযুক্তিবিষয়ক ওয়েব্সাইট টেকনো বাফেলো।
ফেসবুক মেসেঞ্জার ওপেন করে যেকোনো অ্যাকটিভ বন্ধুর সঙ্গে আপনি এখন থেকে দাবা খেলতে পারবেন। এ জন্য আপনার মেসেঞ্জারে গিয়ে লিখতে হবে ‘@fbchess play’।
তবে সরাসরি গেমের চাল দেওয়া যাবে না। এ জন্য কিছু নিয়ম অনুসরণ করতে হবে। নিউমারিক কোডের কমান্ডের মাধ্যমে খেলাটি পরিচালনা করতে হবে। এর নিয়মাবলি জানতে লিখতে হবে ‘@fbchess help’
তবে টেকনো বাফেলো পরীক্ষা করে জানিয়েছে, ডেস্কটপ বা কোনো ব্রাউজার উইন্ডোতে দাবা খেলার সুবিধা পাবেন না ব্যবহারকারীরা। এ জন্য মোবাইলে মেসেঞ্জার অ্যাপ্লিকেশনই ব্যবহার করতে হবে।
পোস্টি ভাল লাগলে আমার ব্লগ থেকে ঘুরে আসবেন
Exit mobile version