Site icon Trickbd.com

সৌম্যের চোখে শেষ চারের স্বপ

Unnamed

প্রথম রাউন্ড
ভালোই কেটেছিল। লক্ষ্য ছিল সুপার
টেনেও জয়ে শুরু করার। কিন্তু সে পথে
পাকিস্তান বড় বাঁধার দেয়াল তুলে
দেয়ায়
শুরুটা হয়েছে হতাশার। কলকাতার
ঐতিহাসিক ইডেন গার্ডেনসে
বাংলাদেশকে রীতিমতো শাসনই করেছে
শহীদ আফ্রিদির পাকিস্তান। তবে হার
সঙ্গী হলেও এই এক ম্যাচ নিয়েই পড়ে
থাকছে না মাশরাফিবাহিনী।

অস্ট্রেলিয়ার বিপক্ষে পরের ম্যাচ
খেলতে বৃহস্পতিবার দুপুরেই
ব্যাঙ্গালোরে
চলে গেছে বাংলাদেশ দল। মিশন ২২
মার্চের এই ম্যাচ দিয়েই ঘুরে দাঁড়ানো।
শুধু
এই ম্যাচটিই নয়, শেষ চারের স্বপ্নও
দেখছে
বাংলাদেশ দল। এমনই জানিয়েছেন
বাংলাদেশ ওপেনার সৌম্য সরকার।

লক্ষ্য
নিয়ে কথা উঠতেই বাঁহাতি এই ওপেনার
জানালেন, ‘অবশ্যই সেমিফাইনালে
যাওয়াই লক্ষ্য।’
এক ম্যাচ হারে যে সব শেষ নয় সৌম্যও
সেটা মনে করিয়ে দিলেন, ‘আমরা
খেলার
মধ্যেই ছিলাম। সবার প্রথম ম্যাচ ছিল,
আমাদের চার নম্বর ম্যাচ। আগের তিনটি
ম্যাচ আমরা জিতেছি। চার নম্বর ম্যাচ
হারতেই পারি। একটা ম্যাচ খারাপ
যেতেই
পারে। পরের তিনটি ম্যাচে আমরা
অবশ্যই
চেষ্টা করব ঘুরে দাঁড়াতে।’

সময়টা ভালো যাচ্ছে না বাংলাদেশ
ওপেনারের। তার ব্যাটে রানের দেখা
নেই
বললেই চলে। এমন সময় দলের পরিকল্পনা
কি? সৌম্য বলছেন, ‘আমি কেন এসব নিয়ে
চিন্তা করব! আমি আপাতত যেটা ভাবছি,
আমি যদি ভালো করি অবশ্যই আমার
দলের
জন্য ভালো হবে। আমি চেষ্টা করছি
দলকে

ভালো কিছু দেয়ার জন্য।’
পাকিস্তানের বিপক্ষে হারের ম্যাচে
চোখ জুড়িয়ে দেয়া এক ক্যাচ নিয়েছেন
সৌম্য। যে ক্যাচটি নিয়ে মন্তব্য
করেছেন
দক্ষিণ আফ্রিকার ফিল্ডিং কিংবদন্তি
জন্টি রোডসও। এ বিষয়ে সৌম্য বললেন,
‘ফিল্ডিংয়ে সবসময় চেষ্টা করি ভালো
কিছু করার। এমন কিছু করার চেষ্টা করি
যেন সবাই দেখে। ওইরকম সুযোগ কালকে
এসেছিল। ক্যাচটা নিতে পেরে ভালো
লেগেছে। শুনলাম জন্টি রোডসও নাকি
মন্তব্য করেছে।’