Site icon Trickbd.com

ফেসবুকে বন্ধুত্ব গ্রহণ করেনি এমন তালিকা দেখার উপা

Unnamed

বর্তমানে বিশ্বের সবচেয়ে জনপ্রিয়
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক।
ইন্টারনেট ব্যবহার করেন অথচ ফেসবুকে
অ্যাকাউন্ট নেই, এমন মানুষের সংখ্যা কম।
মানুষের দৈনন্দিন কর্মকাণ্ডের একটি
গুরুত্বপূর্ণ অংশে পরিণত হয়েছে ফেসবুক।
বলা যায় বর্তমান সময়ে আমাদের জীবনের
অনেকটা জুড়েই রয়েছে ফেসবুকের প্রভাব।
হাসি-কান্না, সুখের স্মৃতি অনেক কিছুই
ফেসবুক কেন্দ্রিক হয়ে উঠেছে।
ব্যবহারকারীদের সুবিধার্তে জনপ্রিয় এই
সাইটটিতে রয়েছে নানা ধরনের সুবিধা। এর
মধ্যে সব সুবিধা হয়তো আমরা সবাই জানি
না আবার জানলেও হয়তো ব্যবহার করি না।
তেমনই একটি সুবিধা হচ্ছে, ফ্রেন্ড

রিকোয়েস্ট গ্রহণ করেনি, এমন তালিকা
দেখা।
ফেসবুকে পরিচিত অপরিচিত অনেককেই
আমরা নিয়মিত ফ্রেন্ড রিকোয়েস্ট
পাঠিয়ে থাকি। আর সবাই যে ফ্রেন্ড
রিকোয়েস্ট গ্রহণ করে, এমনটা কিন্তু নয়।
সুতরাং ফেসবুকে কে কে আপনার ফ্রেন্ড
রিকোয়েস্ট গ্রহণ করেনি, তার পুরো
তালিকা কিন্তু খুব সহজেই চাইলে আপনি
দেখে নিতে পারেন।
→ ফেসবুকে লগইন-করে হোমপেজে থাকা
‘Friends’ আইকনটিতে ক্লিক করুন।
→ ড্রপডাউন লিস্টের নীচে থাকা ‘See All’
অপশনটিতে ক্লিক করুন। তাহলে নতুন একটি
পেজ খুলবে।
→ এবার ‘Respond to Your Friend Requests’
লেখাটির নীচে থাকা ‘View Sent Requests’
অপশনটিতে ক্লিক করুন।
→ এবার ‘Friend Requests Sent’ থেকে আপনি
দেখে নিতে পারবেন, ফেসবুকে এখন
পর্যন্ত কে কে আপনার ফ্রেন্ড রিকোয়েস্ট
গ্রহণ করেনি, তার পুরো তালিকা।
→ এ তালিকা থেকে চাইলে আপনি
পাঠানো ফ্রেন্ড রিকোয়েস্টটি বাতিল
করে দিতে পারবেন।