Site icon Trickbd.com

সানির পর এবার তাসকিনের অ্যাকশানও অবৈধ!!

Unnamed

ফাস্ট বোলার তাসকিন আহমেদে বোলিং অ্যাকশনও অবৈধ প্রমানিত হয়েছে। আইসিসির অফিসিয়াল ওয়েবসাইটে কিছুক্ষণ আগে এমনটাই জানা যায় ।

টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচে স্পিনার আরাফাত সানি ও তাসকিন আহমেদের বোলিং অ্যাকশান নিয়ে সন্দেহ তোলেন দুই আম্পায়ার এস রবি ও রড টাকার।

পরবর্তীতে গত ১৫ মার্চ চেন্নাইয়ে গিয়ে বোলিং অ্যাকশনের পরীক্ষা দেন তাসকিন। এর আগে সকালে বাঁহাতি স্পিনার আরাফাত সানির বোলিং অ্যাকশনকেও সন্দেহজনক বলে জানিয়েছে আইসিসি। তাসকিনে আহমেদের বদলে বিশ্বকাপ দলে সুযোগ পাচ্ছেন অলরাউন্ডার শুভাগত হোম।

বাংলাদেশ দলের বাঁহাতি স্পিনার আরাফাত সানির বোলিং নিয়ে সন্দেহ থাকলেও তাসকিনের ব্যাপারে কোন সন্দেহ ছিল না। কিন্তু তাসকিনের নীতিবাচক ফলাফলে ক্রিকেট বোর্ডের সবাই অবাক স্তম্ভিত হয়েছেন।

নিশ্চিত করে কেউ কিছু বলছেন না এই ব্যাপারে। :'(

টিউনটি TipsBD24.Com এর সৌজন্যে প্রকাশিত হয়েছে, 😉