Site icon Trickbd.com

পৃথিবীর সবচেয়ে সুন্দর এবং ভয়ঙ্কর বাড়ি, চাই নাকি আপনার?

Unnamed

অবাক পৃথিবী !
ছাদ হবে ভালোবাসার, মেঝে হবে মনের
মতো স্বচ্ছ। আর চার দেওয়ালে
মাখানো থাকবে অনেক স্বপ্ন।
এমন বাড়িই তো চান সবাই নিজের
কল্পনায়? আপনার জীবনের একান্ত
আপন বাড়িটি ঠিক কতটা সুন্দর
জানা নেই। তবে, সুন্দর বাড়ি
একটা আছে। যতটাই সুন্দর, ততটাই
ভয়ের। ও বাড়িতে থাকতে গেলে
কলিজাটা একটু বড়ই হতে হবে। না

হলে, মাঝরাতে বা সকাল-সকাল
আপনি ভেসে যেতে পারেন মাঝ
সাগরে।
এই বাড়িতে খুব কম মানুষই
থেকেছেন। এই বাড়িটা রয়েছে
জার্মান দ্বীপ হালিং হাবেলে।
যখন জোয়ার আসে, তখন চারপাশ
ভেসে যায় জলে।
ভাবছেন, কতটুকু বড় দ্বীপটা? খুবই
ছোট। লম্বায় মাত্র ৬৫৫ মিটার
এবং চওড়ায় মাত্র ১০০ মিটার।
একটুখানি এদিক ওদিক হলেই সলিল
সমাধি হতে সময় লাগবে না।
আর যখন ঝড় ওঠে? বুক দুরু-দুরু করে
ঈশ্বরের কাছে প্রার্থনা করা
ছাড়া আর উপায় কী! এখন এই
বাড়িটায় রয়েছেন এক দম্পতি।
দুজনের নাম হেলেন আর বার্নাড।
ধন্যবাদ
আরো মজা মজার পোস্ট পড়ুন আমার ব্লগে