‘আমি জুনায়েদ’ কাকে গুটিবাজ বলেছিল জানেন?
“আমাদের”
কারন, আমরা তার ভিডিও দেখে তেলেবগুনে জলে উঠেছিলাম কিন্তু তার পরের সপ্তাহেই কুমিল্লা সেনানীবাসের ভেতরে ভিক্টোরিয়া সরকারি কলেজের ছাত্রীকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে … কিন্তু এটা নিয়ে তেমন চেতবেত দেখাই নাই
মিডিয়াতে, এটা নিয়ে কথা বলতে একদমই নেই
সো, গুটিবাজ তো এই আমরাই
এক সময় দেশের অনলাইন পত্রিকাগুলো প্রতিটা ক্যাপশানের সাথে (ভিডিও সহ) কথাটা লেখে দিতো
তখন এই আমরাই এদের গালাগালি করতাম
আজ মনে হচ্ছে, তারাই ঠিক
তারাই আমাদের ক্যারেক্টার রিড করতে পেরেছে সবার আগে
আমার খুব প্রিয় একটা লাইন হলো, let’s use facebook for a cause
এখন থেকে বলতে হবে let’s use facebook (ভিডিওসহ গুলো) for a cause
তা না হলে যে আমরা ভিজুয়ালাইজ করতে পারি না
শুরু করে দিলাম হাউকাউ
আজ রামপাল নিয়েও আমরা ভাঁসা ভাঁসা
আজ একজন একটা ভিডিও বানাক, দেখাক রামপালের কারণে বন্য প্রাণীদের কি কি এফেক্ট হবে
একটা বাঘ মুখ থুব্রে পড়ে আছে সুন্দরবনে এরকম একটা ছবি আপ করুক কেউ
দেখবেন মানুষ রাস্তায় নেমে পড়েছে
এটা হলো আমাদের ক্যারেক্টার… ভিজুয়ালাইজ করিয়ে দিতে হয়
হ্যাঁ এটা এক দিন থেকে ভালো… আবার এক দিন থেকে অনেকক খারাপ
কে ভাই আপনাকে পদে পদে ভিজুয়ালাইজ করিয়ে দিতে আসবে যে; আজ প্রতিবাদ না করলে তনু নামের মেয়েটা, আল্লাহ্ না করুক কাল আপনার মেয়েও হতে পারে
হ্যাঁ তনু হত্যার বিচার চাই … রেগুলার নিয়ম-মাফিক বিচার না… প্রকাশ্যে বিচার চাই
গতবছর কুড়িল বিশ্বরোডে চলন্ত মাইক্রোবাসে এক মেয়েকে ধর্ষণের পর স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন, “দরকারে একে উন্নতর চিকিৎসার জন্য সিংগাপুরে নিয়ে যাওয়া হবে”
এবার যেহেতু ধর্ষিতা বেঁচে নেই… তো ধর্ষককে একটু কষ্ট করে ধরে, তাদের উন্নতর শাস্তির জন্য সৌদিআরব নিয়ে যাওয়ার দাবী করতেই পারি
আমার নিজের স্বার্থেই দাবিটা করছি
আমার নিজের ফ্যামিলির স্বার্থেই করছি
JusticeForTonu
RopeForRape
আপনাদের আমার সাইটে আমন্ত্রণ রইল প্লিজ একবার হইলেও ঘুরে আসবেন ।