Site icon Trickbd.com

[Grameenphone] ১০০০ MB ইন্টারনেট মাত্র ৪৫ টাকায়!

Unnamed

স্বাধীনতার ৪৫ বছর পূর্তিতে, সেই কালো
রাতের শহীদদের প্রতি জানাই হাজারো
সালাম। তাঁদের সম্মানে জানিয়ে দিতে
পারো তোমার মনে কথাগুলো কারন
স্বাধীনতা দিবস উপলক্ষে গ্রামীণফোন
দিচ্ছে 1000 MB (500MB ইন্টারনেট এবং
500MB ফেসবুকিং) মাত্র ৪৫ টাকায় যার
মেয়াদ ৫ দিন। অফারটি পেতে ডায়াল করুন
*5000*73#

শর্তাবলীঃ

পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত

ক্যাম্পেইনটি চলবে

মেয়াদ ৫ দিন

প্যাকের মেয়াদ অ্যাক্টিভেশনের দিনসহ
সর্বোচ্চ ৩ বার অফারটি নেয়া যাবে

৫০০MB ওপেন ইন্টারনেট এবং ৫০০MB
ফেসবুক এর জন্য প্রযোজ্য হবে

প্রিপেইড ও পোস্টপেইড গ্রাহকগণের জন্য
প্রযোজ্য

মেয়াদ শেষ হবার পূর্বে ডাটা ভলিউম শেষ
হলে, গ্রাহক টাকা 01/10KB হারে চার্জ
প্রযোজ্য হবে
অব্যবহৃত ডাটা ভলিউম ক্যারিফরওয়ার্ড
হবে না

ইন্টারনেট ব্যালেন্স চেক করতে ডায়াল
*121*1*2#

৩% সম্পূরক শুল্ক + সম্পূরক শুল্কসহ মোট
মূল্যের উপর ১৫% ভ্যাট প্রযোজ্য+ মূল
কলরেটের উপর ১% সারচার্জ প্রযোজ