Site icon Trickbd.com

ফেসবুকে বন্ধু নাকি ফলোয়ার?

Unnamed

ফেসবুকে বন্ধু (ফ্রেন্ড) হবেন নাকি
অনুসারী (ফলোয়ার)? নতুন কাউকে নিজের
ফেসবুকে যুক্ত করতে চাইলে দুটোর
যেকোনোটাই করা যায়। বন্ধু হলে কী
সুবিধা আর ফলোয়ার হলেই বা কী?
আপনি ফেসবুকে কারও বন্ধু হতে চান কেন?
উত্তরটা এমন—তার সব পোস্ট (লেখা, ছবি,
ভিডিও ইত্যাদি) দেখার জন্য, লাইক ও
কমেন্ট করার জন্য। আপনি তার ফলোয়ার
হলেও এসব করতে পারবেন যদি সে তার সব
পোস্ট ‘পাবলিক’ করে প্রকাশ করে।
তারকাখ্যাতিসম্পন্ন ব্যক্তিরা তাঁদের সব
পোস্ট পাবলিক করেই ছাড়েন। শুধু
তারকারা নন, আজকাল প্রায় সবাই তাঁদের
পোস্ট পাবলিক করেই দেন বেশি লাইক,

কমেন্ট পাওয়ার আশায়।
আপনি কারও বন্ধু হলে তাকে ট্যাগ করতে
পারবেন, কোনো কিছুতে তাকে ইনভাইট
করতে পারবেন, তার সঙ্গে চ্যাট করতে
পারবেন, তাকে মেসেজও দিতে পারবেন।
কিন্তু আপনি কারও ফলোয়ার হলে তার
সঙ্গে এগুলো করতে পারবেন না, মেসেজ
দিতে পারবেন আর চ্যাট করতে পারবেন।
আপনি যার বন্ধু হতে চান ফেসবুকে যদি
তার অনেক বন্ধু থাকে তাহলে আপনি তার
সঙ্গে চ্যাট করার সুযোগই পাবেন না। কারণ
তাদের অনেক বন্ধু হওয়ার কারণে তারা
প্রায় সব সময় অফলাইনেই থাকে। তা ছাড়া
সে যদি আপনার খুব কাছের কেউ না হয়
তাহলে তাকে কোনো কিছুতে ট্যাগ,
ইনভাইট বা চ্যাট করতে চাইলে দেখবেন
সে বিরক্তি বোধ করছে।
আপনি কারও বন্ধু হলে সেও আপনার
পোস্টগুলো দেখতে পারবে কিন্তু আপনি
তার ফলোয়ার হলে সে আপনার পোস্টগুলো
দেখতে পারবে না। এখন কথা হলো আপনি
যার বন্ধু হতে চান সে কি আপনার
পোস্টগুলো দেখতে আগ্রহী। যদি না হয়
তাহলে কী দরকার তার বন্ধু হওয়ার। আপনি
তার ফলোয়ার হলেই পারেন।