Site icon Trickbd.com

উইন্ডোজ বোতামের কিছু ব্যবহার

Unnamed

উইন্ডোজ বোতাম চাপলে স্টার্ট মেন্যু
চালু হয়, এটা সবারই জানা। তবে
কম্পিউটারে বারবার করতে হয় এমন
অনেক
কাজ সহজেই এই বোতামের সাহায্যে
করা
যায়। এমনই কিছু শর্টকাট কি আজ এখানে
দেওয়া হলো। কিছু কিছু কাজ উইন্ডোজ
এক্সপির আগের সংস্করণগুলোতে হবে না।
উইন্ডোজ কি + D ডেস্কটপ দেখাবে।
উইন্ডোজ + E ফাইল এক্সপ্লোরার চালু

হবে।
উইন্ডোজ + M সব উইন্ডো মিনিমাইজ
করবে।
উইন্ডোজ + Tab এক প্রোগ্রাম থেকে
আরেক প্রোগ্রামে যাওয়া যাবে।
উইন্ডোজ + F ডেস্কটপে খুঁজে দেখার
অপশন দেখাবে।
উইন্ডোজ + Ctrl + F কম্পিউটারে খুঁজে
দেখার অপশন দেখাবে।
উইন্ডোজ + R রান ডায়ালগ বক্স চালু হবে।
উইন্ডোজ + Pause/Break সিস্টেম
প্রোপার্টিজ উইন্ডো দেখাবে।
উইন্ডোজ + U অ্যাকসেস সেন্টার
দেখাবে।
উইন্ডোজ + L কম্পিউটার লক হবে।
[সংগ্রহীত]