Site icon Trickbd.com

অবাক করা ও মজার কিছু বিশ্বরেকর্ড

Unnamed

গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস মানেই
যে বিশ্ব রেকর্ড নিয়ে কারবার তা তো
সবাই জানেন৷ কিন্তু সেখানে কত মজার
মজার বিষয়কেও তুলে ধরা হয়, তা কি
জানেন? আজ থাকছে গিনেসে স্থান
পাওয়া দারুণ কিছু বিশ্বরেকর্ডের কথা৷
এত বড় নখ যুক্তরাষ্ট্রের ক্রিস ওয়ালটনের
নখগুলো
দেখেছেন? প্রায় ছয় মিটার লম্বা।
সবচেয়ে বড় নখের মালিক হিসেবে
গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে স্থান
করে নিয়েছেন তিনি৷ ১৮ বছরে একবারও
নখ না কেটে এই স্বীকৃতি পেয়েছেন
ক্রিস৷ সংগীত শিল্পী
ক্রিসের কাছে জানতে
চাওয়া হয়েছিল কী
করলে নখ এত সুন্দর এবং
বড় করা যাবে? ক্রিস
হেসে বলেছেন, ‘‘যথেষ্ট মিষ্টি খেলে
এবং
অনেক ধৈর্যশীল হলে৷ ’’ ক্যানসার থেকে
মুক্তির আনন্দে ছোট্ট চাকতির মতো
খেলনা ‘ইয়ো ইয়ো’
কখনো দেখেছেন?
অনেক দেশেই শিশু-
কিশোররা খেলে এই
খেলনা নিয়ে৷ যুক্তরাষ্ট্রের বেথ
জনসন শিশু বা
কিশোরী নন, ইয়ো
ইয়ো নিয়ে তিনি
খেলেনওনা৷ ব্রেস্ট
ক্যানসার হয়েছিল তার৷ ক্যানসার
সারিয়ে বাড়ি ফেরার
পর বসে গেলেন কাঠ
দিয়ে ইয়ো ইয়ো
তৈরির কাজে৷ একসময় তৈরি হয়ে গেল
বিশ্বের সবচেয়ে বড়
কাঠের তৈরি ইয়ো
ইয়ো৷ তার ওপরই বসে
আছেন বেথ জনসন৷ সবচেয়ে লম্বা,

সবচেয়ে খাটো গত নভেম্বরে দেখা
হয়েছিল দুজনের৷
দুজনই বিশ্ব বিখ্যাত৷
নেপালের চন্দ্র
বাহাদুর ডাঙ্গি
বিশ্বের সবচেয়ে খাটো মানুষ৷ আর
পাহাড়ের মতো
উচ্চতা থেকে তার
দিকে হাত বাড়িয়ে
দেয়া সুলতান কোসেন
বিশ্বের সবচেয়ে
লম্বা মানুষ৷ চন্দ্র বাহাদুরের
দেহের উচ্চতা মাত্র ১
ফুট ৯.৫ ইঞ্চি (৫৪.৬
সেন্টিমিটার) আর
তুরস্কের নাগরিক
কোসেনের উচ্চতা ৮ ফুট ৩ ইঞ্চি (২.৫১
মিটার)৷ সবচেয়ে দীর্ঘ গল্ফ
স্টিক ডেনমার্কের কার্সটেন
মাস সবসময়
ব্যতিক্রমী কিছু করতে
চান৷ সারা বিশ্বকে
তা জানিয়েছেন ওপরে
ছবির মতো একটা গল্ফ স্টিক বা গল্ফ
ক্লাব
তৈরি করে৷ স্টিকটি ৪ দশমিক ৩৭
মিটার দীর্ঘ৷
সবচেয়ে দীর্ঘ গল্ফ
স্টিক হিসেবে গিনেস
বুক অফ ওয়ার্ল্ড
রেকর্ডসে জায়গা করে নিয়েছে এটি৷
কোনো কষ্ট ছাড়াই
বিশ্বরেকর্ড বিশ্বরেকর্ড গড়তে
সবাইকে কত কষ্ট করতে
হয়, অথচ নিক
স্ট্যোবার্ল-কে একটুও
ঘাম ঝরাতে হয়নি৷ যুক্তরাষ্ট্রের এই তরুণ
জন্মে ছিলেন
স্বাভাবিকের চেয়ে
অনেক লম্বা জিহ্বা
নিয়ে৷ গিনেস বুক অফ ওয়ার্ল্ড
রেকর্ডসে বিশ্বের
সবচেয়ে লম্বা
জিহ্বার স্বীকৃতি
পাওয়ার সময় এর
দৈর্ঘ্য ছিল ১০ দশমিক ১ সেন্টিমিটার৷
সবচেয়ে বড় জেমস
বন্ড ভক্ত নিক বেনেট গিনেস
বুকে জায়গা পেয়েছেন
একটু অন্যরকম কারণে৷
‘জেমস বন্ড’ ছায়াছবি
সংক্রান্ত
জিনিসপত্রের সবচেয়ে বড়
সংগ্রহশালাটি
তার৷ ১২ হাজার ৪৬৩ টি
স্মারক রয়েছে তার
সংগ্রহশালায়৷ ছবি
তৈরির সময় যে ফিল্ম
ব্যবহার করা হয় তার
নমুনা থেকে শুরু করে দেয়ালে টানানো
পোস্টার পর্যন্ত
খুঁটিনাটি সবই আছে
সেখানে৷ সবচেয়ে বেশি
বিয়ারের গ্লাস দু হাতে এক সঙ্গে ২৭টি
বিয়ার ভর্তি গ্লাস
নিয়ে অবলীলায় ৪০
মিটার হেঁটে
দেখিয়েছেন
জার্মানির ওলিবিয়ার স্ট্র্যুমফল৷ গত বছর
বাভারিয়ায় তা করে
দেখিয়েই এক সঙ্গে
সবচেয়ে বেশি
বিয়ারের গ্লাস
পরিবেশন করার বিশ্ব রেকর্ডের মালিক
হয়েছেন তিনি৷