আমার ফেসবুক পেজে লাইক দিন
প্রতিশ্রুতি মোতাবেক গতবছরের ডিসেম্বর মাসে ‘গ্যালাক্সি এ৯’ লঞ্চ করে স্যামসাং৷ দক্ষিণ কোরিয়ার টেক জায়েন্ট সংস্থাটি এবার বাজারে আনল গ্যালাক্সি এ৯-এর আপগ্রেডেড মডেল ‘গ্যালাক্সি এ৯ প্রো’৷ চীনের বাজারে ফোনটির বিক্রি শুরু হয়েছে৷ বাংলাদেশি টাকায় স্মার্টফোনটির দাম পড়বে প্রায় ৪৩ হাজার টাকা।
স্মার্টফোনটি ডুয়াল ‘ন্যানো সিম’ সাপোর্টেড৷ পুরনো মডেলটির তুলনায় রিয়ার ও ফ্রন্ট ক্যামেরাকে আরও শক্তিশালী করা হয়েছে এই ফোনে৷ ১৩ মেগাপিক্সেল অটো-ফোকাস ক্যামেরা, সঙ্গে এলইডি ফ্ল্যাশ৷ ‘প্রো’ ভার্সনে ব্যাটারি ও র্যামের দিকেও বাড়তি নজর দেওয়া হয়েছে৷ ৪ জিবি র্যাম ও ৫০০০ মিলি অ্যাম্ফিয়ারের ব্যাটারি রয়েছে গ্যালাক্সি এ৯ প্রো মডেলে৷
৫.১ ললিপপ আপডেট, ৬ ইঞ্চির ফুল এইচডি সুপার অ্যামোলেড ডিসপ্লের এই স্মার্টফোনে রয়েছে ৬৪ অক্টা-কোর কোয়ালকম স্ন্যাপড্রাগন প্রসেসর৷ সাদা ও সোনালি রঙের হ্যান্ডসেটের বিক্রি শুরু হয়েছে চীনা ই-কমার্স সাইটে
আমার ফেসবুক পেজে লাইক দিন