Site icon Trickbd.com

গুগল আপনার সম্পর্কে কী কী জানে?

Unnamed

আপনার স্মার্টফোন জানে আপনি কোথায় কোথায় ছিলেন। গুগল ম্যাপস তো আরেক কাঠি সরেস, সব সময় আপনার অবস্থান অনুসরণ করছে। প্রত্যেক ব্যবহারকারীর ইচ্ছা, আগ্রহের তালিকা সযতনে সংরক্ষণ করে রাখছে ফেসবুক। দৈনন্দিন কাজে যে প্রযুক্তি আমরা ব্যবহার করছি, তা কিন্তু আমাদের সম্পর্কে অনেক তথ্য জেনে যাচ্ছে, তা সংরক্ষণ করেও রাখছে। গুগল আপনার সম্পর্কে কী কী জানে, তা জানার অবশ্য বেশ সহজ রাস্তা রেখেছে প্রতিষ্ঠানটি। এ জন্য নিচের পাঁচটি ধাপ অনুসরণ করে দেখতে পারেন।

১. প্রথমে history.google.com/history ঠিকানায় যান
২. লগ–ইন করুন। গুগল অবশ্য শুধু তখনই আপনার তথ্য সংরক্ষণ করে রাখবে, যদি আপনি লগ–ইন করা অবস্থায় থাকেন।
৩. ‘last week’ লেখার পাশের তির চিহ্নে ক্লিক করে ‘all time’ করে দিন।
৪. তবে কাছাকাছি সময়ের ফলাফল দেখতে চাইলে ‘last month’ কিংবা ‘last year’ করে নিতে পারেন।
৫. ওপরে ডান কোনায় তিনটি ডট চিহ্নে ক্লিক করে ‘Delete options’ নির্বাচন করুন। এবার প্রয়োজন মাফিক তথ্য মুছে ফেলুন।
গুগল কিন্তু জানে আপনি কোথায় কোথায় গিয়েছেন, মানে কোথায় কোথায় থেকে লগ–ইন করেছেন। দেখতে চাইলে ওপরের সেই তিনটি ডট চিহ্নে ক্লিক করে Settings Show more controls এ যেতে হবে। ‘Places you Go’ ট্যাবের নিচে ‘Manage Activity’-তে ক্লিক করুন। এটা অবশ্য গত বছর প্রথম চালু করা হয়।
গুগল কিন্তু আপনার সম্পর্কে তার নিজের মতো করে একটি প্রোফাইল তৈরি করে রেখেছে। সেখানে বয়স ও লিঙ্গ দেওয়া আছে। দেখতে হলে অ্যাক্টিভিটি কন্ট্রোল পাতার নিচে Ads-এ ক্লিক করুন।
দ্য টেলিগ্রাফ