Site icon Trickbd.com

১০.৮৮ টাকায় ৪০ জিপি-জিপি মিনিট

Unnamed


আমার ফেসবুক পেজে লাইক দিন


১০.৮৮ টাকায় ৪০ জিপি-জিপি মিনিট

শর্তাবলীঃ

এই অফারটি পেতে যোগ্য গ্রাহকদের (ডিজুস, স্মাইল, আপন, বন্ধু, সহজ, স্পন্দন, আমন্ত্রণ, নিশ্চিন্ত, একতা-১, একতা-২, একতা-৩, একতা-৪, বিজনেস সল্যুশন প্রিপেইড ১,২,৩,৪,৫, সফল, জিপিপিপি ও ভিপি গ্রাহকগণ)
*১১১*২৯# নম্বরে ডায়াল করতে হবে

গ্রাহক ৪০ জিপি-জিপি মিনিট পাবেন

ক্রয় করার সময় থেকে ১৬ ঘণ্টা পর্যন্ত ফ্রি মিনিটের মেয়াদ থাকবে

মেয়াদ শেষ হওয়ার মুহূর্তে যদি কোনো গ্রাহকের অবশিষ্ট মিনিট থাকে, তবে তা বাতিল করা হবে। তবে, মেয়াদ শেষ হওয়ার আগে যদি কোন গ্রাহক অফারটি পুনরায় ক্রয় করেন তাহলে অবশিষ্ট মিনিট যোগ হয়ে যাবে এবং বেশি মেয়াদ প্রদান করা হবে।

অবশিষ্ট মিনিট ব্যালেন্স জানার জন্য গ্রাহককে *১০০০*২# নম্বরে ডায়াল করতে হবে

ক্রয়কৃত মিনিট যেকোনো জিপি নম্বরে ব্যবহার করা যাবে
অফারটি গ্রহণ করলে, মাই জোন ডিসকাউন্ট সুবিধা প্রযোজ্য হবে না। তবে অফার মিনিট শেষে পুনরায় ডিসকাউন্ট পাওয়া যাবে।

৩% সম্পূরক শুল্ক + সম্পূরক শুল্কসহ মোট মূল্যের উপর ১৫% ভ্যাট প্রযোজ্য + মূল ট্যারিফের উপর ১% সারচার্জ প্রযোজ্য