ফুলের নাম- ব্ল্যাকবেরি লিলি, লিওপার্ড লিলি
বৈজ্ঞানিক নাম- Iris domestica
(Syn. Belamcanda chinensis, Epidendrum domesticum L., Vanilla domestica (L.) Druce,
Belamcanda punctata Moench,Gemmingia chinensis (L.) Kuntze, Ixia chinensis L., Morea
chinensis, and Pardanthus chinensis Ker Gawl.))
পরিবার- Iridaceae
২০০৫ সালে molecular DNA evidence এর ভিত্তিতে এই লিলিকে Iris গণের অধীনে একটি প্রজাতি হিসেবে চিহ্নিত করা হয়। এই ফুল গাছগুলো ৬০-৯০ সেমি লম্বা হয়। লাল/কমলা/হলুদ/মিশ্র রঙের ফুল গাছ রয়েছে। কমলা ফুলে লাল দাগ/ছোপযুক্ত ফুল বেশি দেখা যায়। ফুল থেকে ফল হয়। ফলের ভিতর বীজ হয়। আমাদের কাছে গাছটি শুধু বাগানের ফুল হিসেবে সমাদৃত হলেও চাইনিজদের কাছে এটি মেডিসিনাল প্ল্যান্ট হিসেবে পরিচিত। এই গাছের শুকনো রাইজোম ব্যবহৃত হয় স্বাসনালীর সমস্যা, অ্যাজমা, যকৃত ও প্লীহার প্রদাহ, arrow poisoning, গণোরিয়া, ম্যালেরিয়ার মতো রোগে।