Site icon Trickbd.com

রহস্য ভান্ডার (পর্ব – ১০) ~ ভুতুড়ে কয়েন বৃষ্টি!!

Unnamed

ইংল্যান্ডের
মেরি চার্চ সংলগ্ন কবর স্থানের পাশ দিয়ে
হেটে যাচ্ছিলেন সোফিয়া নামের এক মহিলা ও
তার স্বামী ডেভিড। তারা যখন ওই স্থানটি হেটে
অতিক্রম করছিলেন তখন অদৃশ্য থেকে
কয়েকটি কয়েন তাদের বৃষ্টির মতো তাদের
চার পাশে ছড়িয়ে পড়ে। কয়েনগুলো তারা

কুড়িয়ে হাতে নিয়ে দেখলেন সেগুলো
যথেষ্ট গরম। পরে পরীক্ষা করে দেখা যায়
কয়েনগুলো ১৯০২ ও ১৯০৩ সালের। ওই একই
স্থানে আরও কয়েক ব্যক্তির গায়ে গরম
কয়েন বৃষ্টি হয়েছিল। কোথা থেকে আসে
এই কয়েন বৃষ্টি সেটি উদ্ধার করার চেষ্টা
করেন বিজ্ঞানীরা, কিন্তু তারা ব্যর্থ হন।
পরিশেষে এ বিষয়টি সবার কাছে ভুতুড়ে কয়েন
বৃষ্টি হিসেবে পরিচিতি লাভ করে। আর এই কয়েন
বৃষ্টির ঘটনাটি আজও সবার কাছে রহস্য, কোথা
থেকে এসেছিল কয়েনগুলো?

রহস্যময় সকল টপিক্স পরতে রহস্য প্রেমিরা আমার সাইটে আসুন