ট্রিকবিডির ইতিহাসের সবচেয়ে বড় পর্বভিত্তিক টিউন করতে পেরে নিজের অনেক ভালো লাগছে। আমার লক্ষ্য এই চেইন টিউনের পর্বসংখ্যা ৫০০ পার করা। সবাই দুয়া করবেন।
দিনে দিনে পৃথিবীতে ঘটে গেছে নির্মম
সব প্রাকিতিক বিপর্যয়। প্রাণ হারিয়েছে বহু মানুষ।
আজকে আপনাদের কে জানাবো এমন ১০টি
বিপর্যয়ের ঘটনা।
১০. ১৯৭৫ সালের
টাইফুন নিনা
১৯৭৫ সালে চাইনাতে ঘটেছিলো এই মারাত্মক
ঘূর্ণিঝর টাইফুন নিনা। মৃতের সংখ্যা ছিল প্রায় ২৩
লক্ষ। ক্ষয় ক্ষতির পরিমাণ ছিল প্রায় $ ১.২
বিলিয়ন।
০৯. ২০০৪ সালের
ইন্ডিয়ান ওসেন
সুনামি
এটি ঘটেছিলো দিসেম্বরের ২৬ তারিকে।
প্রাণহানি ঘটেছিলো প্রায় ৩ লক্ষ মানুষের।
সুনামিটি যখন
উপকুলে আঘাত হানে তখন প্রায় ১০০ ফিট ওপর
দিয়ে সমুদ্রের ঢেউ মাটিতে আঁচরে পরে।
উপকূলের মানুষ কিছু বুঝে ওঠার আগেই সব
শেষ হয়ে যায়।
০৮. ১৯২০ সালের
হাইয়ান ভূমিকম্প
পৃথিবীতে যত ভূমিকম্প ঘটে গেছে তার
মধ্যে অন্যতম শক্তিশালী ভূমিকম্প ছিল এটি।
১৯২০ সালের ১৬ই ডিসেম্বর ঘটে এটি। প্রায়
৮.৭ মাত্রার এই ভূমিকম্পে প্রাণহানি ঘটে প্রায় ৩
লক্ষ মানুষের।
০৭. ১৭৩৭ সালের
সাইক্লোন
বৃহত্তম ইন্ডিয়ার কলকাতা শহরে ১৭৩৭ সালে
ভয়ানক এক সাইক্লোন আঘাত হানে। তখনকার
সময় মৃতের সংখ্যা দাড়ায় প্রায় ৩ লক্ষতে।
০৬. ১৮৩৯ সালের
ইন্ডিয়া সাইক্লোন
ইন্দিয়ার অন্ধ প্রদেশে ১৮৩৯ সালের দিকে
আরও একটি মারাত্মক সাইক্লোন ঘটে যায়।
সেইবারও মৃতের সংখ্যা ছিল প্রায় ৩ লক্ষের
কাছাকাছি।
০৫. ১৯৭৬ সালের
ট্যাংসান ভূমিকম্প
চাইনাতে ১৯৭৬ সালে আবারো একটি ভয়াবহ
ভূমিকম্প ঘটে। রেকটার স্কেলে
ভুমিকম্পের মাত্রা
ছিল ৭.৮। মৃতের সংখ্যা ছিল প্রায় ৭ লক্ষের
কাছাকাছি।
০৪. ১৫৫৬ সালের
শানাক্সি ভূমিকম্প
চাইনাতে ঘটে যাওয়া অন্যতম মারাত্মক
ভুমিকম্পের মধ্যে এটি একটি। ১৫৫৬ সালের
২৩ই জানুয়ারী ঘটে এটি। রিক্টার স্কেলে এটির
মাত্র ছিল ৮.০ সেদিন মৃত্যু ঘটে প্রায় ৯
লক্ষের মতো। পৃথিবীর ইতিহাসে এটি একটি
হৃদয় বিদারক দুর্ঘটনা। এতো মানুষের এক সাথে
মৃত্যু সত্যি মেনে নেয়া যায় না।
০৩. ১৯৭০ সালের
ভোলা
সাইক্লোন
বাংলাদেশ
স্মরণ কালকের অন্যতম ভয়াবহ সাইক্লোন এটি।
১৯৭০ এর দিকে বাংলাদেশের ভোলা জেলার
দিয়ে এটি বয়ে যায়। মৃতের সংখ্যা ছিল প্রায় ১
লক্ষের মতো। নভেম্বর মাসের ১১ তারিকে
ঘটেছিলো। সেদিনকার মোট ক্ষয়ক্ষতির
পরিমাণ ছিল প্রায় $৮৬ মিলিয়ন ডলারের মতো।
০২. ১৮৮৭ সালের
ইয়েলো রিভার
বন্যা
ভয়াবহ বন্যা কাকে বলে সেটি ইয়েলো
রিভারের কথা মনে পড়লে বোঝা যাবে। এই
বন্যার লাখো মানুষ হতাহত হয় এবং প্রাণ হারায় প্রায়
২ লক্ষের মতো। সেপ্টেম্বরের ২৮
তারিকে ঘটেছিলো এটি। বন্যার পানিতে প্রায় ১
লক্ষ ৩০ স্কয়ার কিলোমিটার ভুমি প্লাবিত হয়।
০১. ১৯৩১ সালের
এর চাইনার বন্যা
বিগত দশকে চাইনা অনেক প্রাকিতিক
দুর্যোগের শিকার হয়েছে। ১৯৩১ সালে
ঘটে এই ঘটনা। প্রাণঘাতি এই বন্যায় প্রাণ হারায় প্রায়
৪ লক্ষের মতো মানুষ। হতাহতের সংখ্যা সঠিক
জানা নেই।
লেখাটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন। এতে পরবর্তীতে লিখতে উৎসাহ পাবো।