Site icon Trickbd.com

ভোলায় আরো ২ গ্যাস কূপের খনন।

Unnamed

ভোলা: ভোলায় প্রচুর পরিমাণ গ্যাসের
মজুদ অনুসন্ধানে আগামী জুলাই মাসে
আরো দুটি কূপ খননের কাজ শুরু করতে
যাচ্ছে বাংলাদেশ পেট্রোলিয়াম
করপোরেশন (বাপেক্স)।
কিছুদিন আগে বাপেক্সের একটি টিম
জেলায় বিভিন্ন এলাকায় গ্যাস
অনুসন্ধ্যান করেন। তাদের অনুসন্ধানে
আরো বিপুল পরিমাণ গ্যাসের মজুদ
রয়েছে বলে সন্ধান পেয়েছেন তারা।
এ কারণেই কী পরিমাণ গ্যাস রয়েছে
তা নিশ্চিত হতেই সম্ভাব্য এলাকায় কূপ
খনন করতে যাচ্ছে তারা।
ভোলার জেলা প্রশাসক মো. সেলিম
উদ্দিন এ তথ্য নিশ্চিত করে বলেন,
‘বর্তমানে শাহবাজপুর গ্যাস ক্ষেত্রে
যে পরিমাণ গ্যাস মজুদ রয়েছে তার
চেয়েও তিন থেকে ৪ গুণ বেশি গ্যাস
রয়েছে বলে জ্বালানি মন্ত্রণালয়
থেকে জানতে পেরেছি। তারা
আমাদের জানিয়েছে, জুলাই মাসে
আরো দুটি গ্যাসের কূপ খনন করা হচ্ছে।
সেখানে বিপুল পরিমাণ গ্যাস রয়েছে।
এতে অর্থনৈতিক সমৃদ্ধ জেলায় উন্নত
হবে ভোলা।’
ভোলার শাহবাজপুর গ্যাস ক্ষেত্রের
বাপেক্স কর্মকর্তা ফিল্ড ইনচার্জ জিল্লুর
রহমান জানান, শাহবাজপুর গ্যাস

ক্ষেত্রে ৪টি কূপে প্রায় ৩৯০ (বিলিয়ন
কিউবিক ফুট) বিসিএফ ঘনফুট গ্যাসের মজুদ
রয়েছে। তা থেকে পুরো জেলায়
দৈনিক সরবরাহ হচ্ছে ৪২ বিলিয়ন ঘনফুট।
এ গ্যাস ২২৫ মেগাওয়ার্ট বিদ্যুৎ প্লান্ট,
৩৪ দশমিক ৫ মেগাওয়ার্ট বিদ্যুৎ প্লান্ট ও
বেশ কিছু আবাসিক লাইনে গ্যাস সরবরাহ
হয়ে আসছে। সে হিসাবে গত ৮ বছরে
এ পর্যন্ত গ্যাসের খরচ হয়েছে ২০
বিসিএফ ঘনফুট। এখন অব্যবহৃত রয়েছে ৩৭০
বিসিএফ ঘনফুট।
তিনি আরো জানান, গ্যাসের প্রাপ্যতা
যাচাইয়ের জন্য সার্ভে জরিপ সমাপ্ত
হয়েছে। ওই জরিপ টিম জেলায় আরো
অনেক গ্যাসের সন্ধান পান। তবে কী
পরিমাণ গ্যাস মজুদ রয়েছে তা নিশ্চিত
হওয়া যায়নি।
এদিকে, ভোলায় গ্যাস কাজে
লাগিয়ে বিপুল সংখ্যক শিল্পকারখানা ও
ইন্ডাস্ট্রি হবে বলে মনে করছেন
দ্বীপবাসী। এখানের দেশি-বিদেশি
কোম্পানিগুলোতে বিনিয়োগ করবে
বলে জানিয়েছেন শিল্প উদ্যোক্তরা।
শিল্প উদ্যোক্তারা মনে করছেন, খুব
শিগগিরই ভোলা একটি সমৃদ্ধশালী
জেলা হবে। কারণ, যে পরিমাণ গ্যাস
রয়েছে তাতে সকল ধরনের শিল্প
প্রতিষ্ঠান গড়ে তোলা সম্ভব।
ইতোমধ্যেই প্রাণগ্রুপসহ বিভিন্ন
কোম্পানি ভোলাতে ইন্ডাস্ট্রি করার
জন্য আগ্রহ প্রকাশ করেছেন। ভোলা
চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রির
সভাপতি আবদুল মমিন টুলু জানান, দেশের
বড় বড় শিল্প উদ্যোক্তারা ভোলাতে
জমি খুঁজছেন, খুব দ্রুত তারা শিল্প
প্রতিষ্ঠান গড়ে তুলবেন। এতে দেশের
মধ্যে সবচেয়ে আধুনিক শিল্পনগরী
হিসাবে প্রতিষ্ঠা পাবে এ জেলা।
উল্লেখ্য, ১৯৯৩ সালের দিকে ভোলার
বোরহানউদ্দিনের কাচিয়া ইউনিয়নের
শাহবাজপুরে গ্যাস আবিষ্কার করা হয়।
এরপর ওই বছরই ১ নং কূপের খনন কাজ শুরু
হয়ে ২০০৫ সালে সমাপ্ত হয়। ২০০৭
সালের দিকে ২ নং কূপের খনন কাজ শুরু
হয়ে শেষ হয় ২০০৮ সালের দিকে।
সর্বশেষ ২০১৫ সালের দিকে আরো দুটি
(৩ ও ৪ নং) কূপের খনন কাজ শেষ হয়।
বর্তমানে ১ ও ৩ নং কূপ থেকে গ্যাস
উত্তোলন হয়ে আসছে। তবে ২০০৯
সাল থেকে ১ নং কূপ থেকে গ্যাস
উত্তোলন হয়ে আসছে।

আমাদের ফেসবুক পেজে লাইক দিতে এখানে click করুন।

Exit mobile version