Site icon Trickbd.com

যারা এখনো মনে করে বাংলাদেশ এখনো দরিদ্র দেশ, লেখাটি তাদের উদ্দেশ্যে লিখলাম।

Unnamed

যারা এখনো মনে করে বাংলাদেশ এখনো দরিদ্র দেশ, লেখাটি তাদের উদ্দেশ্যে লিখলাম।
.
লেখাঃ Tariqul islam
.
বাংলাদেশের মেগা প্রোজেক্ট সমূহঃ
.
১। আইকনিক টাওয়ার, পুর্বাচল, বাংলাদেশঃ বিশ্বের ৩য় উচ্চতম টাওয়ার। উচ্চতা 734 মিটার, ফ্লোর 130 টি। (১ম- সৌদি টাওয়ার, ১ কি.মি. | ২য়- বুর্জ খলিফা, 818 মিটার)। Proved Link: https://en.m.wikipedia.org/wiki/Iconic_Tower
.
২। নিজের অর্থায়নে পদ্মা সেতু (৬.১৫ কি.মি.)। বাংলাদেশের মতো একটা উন্নয়নশীল দেশের কাছে এটা করা সপ্নের মতো। কিন্তু, বাংলাদেশ পেরেছে। Proved Link: https://en.m.wikipedia.org/wiki/Padma_Bridge
.
৩। মেট্র রেল। বাংলাদেশের মতো একটা উন্নয়নশীল দেশের কাছে এটা করা সপ্নের মতো। কিন্তু, বাংলাদেশ পেরেছে।
.
৪। রূপপুরে পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র (২৪০০ মেগাওয়াট)। বাংলাদেশের মতো একটা উন্নয়নশীল দেশের কাছে এটা করা সপ্নের থেকেও বেশী কিছু। কিন্তু, বাংলাদেশ পেরেছে। Proved Link: https://en.m.wikipedia.org/wiki/Ruppur_Nuclear_Power_Plant

.
৫। দুটি গভীর সমুদ্র বন্দর (পায়রা ও সন্দীপ)।
.
৬। কর্ণফুলি টানেল।
.
৭। LNC terminal– Liquefied natural gas টার্মিনাল।
.
৮। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে (২৬ কি.মি ফ্লাইওভার ব্রিজ)। বিশ্বে শুধুমাত্র সামর্থবান (জনসংখ্যা প্রবন) দেশগুলই এটি করতে পেরেছে। এদের লিষ্টে নতুন নাম এখন বাংলাদেশ । Proved Link: https://en.m.wikipedia.org/wiki/Dhaka_Elevated_Expressway
.
৯। ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেস ওয়ে। (২৫০ কি.মি. ,,, ৮ লেন)।
.
১০। দুটি বৃহৎ স্টেডিয়াম।
কঃ পূর্বাচল সিটিতে (১ লাখ আসন, বেসরকারি)
খঃ কক্সবাজারে (১ লাখ আসন, বিশ্বের ২য় বৃহৎ)।
.
১১। বঙ্গবন্ধু স্যাটেলাইট (2017)। Proved Link: https://en.m.wikipedia.org/wiki/Bangabandhu-1
.
১২। পুর্বাচল সিটি ও রুপায়ন সিটি উত্তরা। (কাজ শেষ হবার পর বিশ্বের শ্রেষ্ঠ সুন্দর মধ্যে দুটি হবে)।
.
সবগুলোরই কাজ চলছে। আসলে, বাংলাদেশের মতো একটা উন্নয়নশীল দেশের কাছে এটা করা সপ্নের মতো। কিন্তু, বাংলাদেশ পেরেছে। এজন্যই তো বাংলাদেশ বিশ্বে উন্নয়নের রোল মডেল । বিশ্বের অনেক বড়ো ব্যাক্তিরা বলছে, 2050 এর আগেই বাংলাদেশ বিশ্বের 23 তম উন্নত ও সমৃদ্ধশীল রাষ্ট্র হবে (ওরা যদি নাও বলতো, তবুও এটাই বাস্তব)।
.
লেখাটা লিখতে অনেক কষ্ট হলো। তাই, আপনাদের মতামত আশা করছি।