Site icon Trickbd.com

ফ্রিতে আনলিমিটেড ইনস্টাগ্রাম আইডিতে লাইক, ফলোয়ার এবং কমেন্ট নিন ২০২৪

Unnamed

আসসালামুআলাইকুম … আশা করি ভালোই আছেন… কেউ ভালো না থাকলে trickbd ভিসিট করে না
তো আজকের পোস্টে দেখাবো কিভাবে ইনস্টাগ্রামে আনলিমিটেড ফলওয়ার, লাইক কমেন্ট নিবেন । তো শুরু করা যাক:
:
তো এই কাজ টি করার জন্য প্রথমে niva follower প্রিমিয়াম ভার্সন ডাওনলোড করতে হবে।

তো অ্যাপটি ডাওনলোড করার পর অ্যাপটি ইনস্টল করে ওপেন করুণ। তারপর sign in intragram লেখাতে ক্লিক করুন।

তারপর accept এ ক্লিক করুন

New method এ ক্লিক করুন

তারপর আপনার intragram অ্যাকাউন্টটি লগইন করুন। অবশ্যই fake একাউন্ট লগইন করুন।


লগইন করা শেষ হলে go to app এ ক্লিক করুন।

তো এই আপ থেকে ফলোয়ার, লাইক অথবা কমেন্ট নিতে হলে প্রথমে coin অর্জন করতে হয়। সেই coin দিয়া ফলোয়ার লাইক অথবা কমেন্ট নিতে হয়। তো coin অর্জন করার জন্যে get coin এ ক্লিক করুন।

এই অ্যাপটি মোড হওয়ায় আপনাকে অন্যের আইডি ফলো করে coin অর্জন করতে হবে না। শুধু স্ক্রীনশট এর জায়গায় ক্লিক করুন।

তারপর আপনার instragram আইডি এর নামের উপর ক্লিক করুন। Auto bot এ ক্লিক করুন। তারপর start এ চাপুন।


তারপর auto coin অ্যাড হওয়া শুরু হবে। তো অটো coin অ্যাড হওয়ার সময় আপনি এই অ্যাপটি মিনিমাইজ করে অন্য আপ চালান।

তো ৫-১০ মিনিট অ্যাপে ডুকুন। অ্যাপ এ অনেক coin হলে cencel auto mode off করেন

তো এটি করার পর get follwer এ ক্লিক করে যদি লাইক অথবা কমেন্ট নিতে চান কোনো পোস্টে তাহলে সেই পোস্টে ক্লিক করে লাইক অথবা কমেন্ট নিন। যদি ফোলওয়ার নিতে চান তাহলে Request follwer এ ক্লিক করুন

তারপর কত গুলো ফলোয়ার নিতে চান বক্সে দেন । তারপর submit order এ ক্লিক করুন।

তারপর i realized এ ক্লিক করুন

দেখুন ইনস্টাগ্রাম এ ডুকে দেখুন ফলওয়ার অ্যাড হওয়া শুরু হয়ে গেছে । আগে আমার ০টি ফলোয়ার ছিল এখন ৪২টি ফলোয়ার হয়ে গেছে। এরকম কিছু সময় পর ফুল ফলওয়ার অ্যাড হয়ে যাবে।

তো অন্য আইডিতে ফলওয়ার, লাইক অথবা কমেন্ট নিতে চাইলে order for others এ ক্লিক করুন


তারপর যার আইডিতে ফলোয়ার দিতে চান। তার ইউজারনেম সাবমিট করুন।

তারপর একই উপায়ে ফলোয়ার,লাইক অথবা কমেন্ট নিন।

Note: ১০মিনিট coin কালেক্ট করবেন তার ৩০মিনিট পরে ফলোয়ার, লাইক অথবা কমেন্ট নেয়ার রিকোয়েস্ট দিবেন । না হলে আপনার একাউন্ট ব্যান করে দিবে অ্যাপ থেকে । ফলোয়ার রিকোয়েস্ট দেয়ার পর অ্যাপেই থাকবেন তা না হলে ফলোয়ার লাইক অথবা কমেন্ট আসবে না সম্পূর্ন ।

তো আজকের পোষ্টটি এখানেই শেষ। ভালো থাকবেন।

যেকোন প্রকার হেল্প লাগলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জইন হন। Telegram Channel