Site icon Trickbd.com

মুস্তাফিজ-সাকিবের জ্বলে ওঠার ম্যাচ আজ

Unnamed

আগের ম্যাচে বিবর্ণ ছিলেন মুস্তাফিজুর রহমান ও সাকিব আল হাসান। বাংলাদেশের তারকা দুই ক্রিকেটারের দলও জিততে পারেনি। ঘরের মাঠে রাইজিং পুনে সুপারজায়ান্টসের বিপক্ষে বৃষ্টিবিঘ্নিত এক ম্যাচে মুস্তাফিজের দল সানরাইজার্স হায়দরাবাদ পরাজিত হয়েছিল ৩৪ রানে। ওই ম্যাচে ২ ওভার বোলিং করে ২১ রান দিয়েছিলেন মুস্তাফিজ। ছিলেন উইকেটশূন্য। অপরদিকে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ৪ ওভার বল করে ৩০ রান দিয়ে একটি উইকেট লাভ করেছিলেন সাকিব। তবে ব্যাট হাতে নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি। ৪ বল খেলে করেছিলেন মাত্র ৬ রান! সাকিবের ব্যর্থতার দিনে তার দল কলকাতা নাইট রাইডার্সও জয় তুলে নিতে ব্যর্থ হয়েছিল। ওয়াংখেড়ে স্টেডিয়ামে কাইরন পোলার্ডের ঝড়ের কবলে পড়ে ৬ উইকেটের ব্যবধানে হারের গ্লানি নিয়ে মাঠ ছেড়েছিলেন গম্ভীর-সাকিবরা। মুস্তাফিজ-সাকিবের জ্বলে ওঠার ম্যাচ আজ শনিবার। ব্যক্তিগত পারফরম্যান্স তো বটেই। জ্বলে ওঠার ম্যাচ তাদের দলেরও। দিল্লির ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামে সাকিবের দল কেকেআরের প্রতিপক্ষ দিল্লি ডেয়ারডেভিলস।ম্যাচটি মাঠে গড়াবে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৪টায়। অপর ম্যাচে ঘরের মাঠ রাজীব গান্ধী স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে স্বাগত জানাবে মুস্তাফিজের দল হায়দরাবাদ। দুটি ম্যাচই সম্প্রচার করবে চ্যানেল নাইন, সনি ইএসপিএন ও সনি সিক্স। নবম আইপিলের পয়েন্ট টেবিলে এগিয়ে সাকিবের কেকেআর। ৬ ম্যাচে চারটিতে জিতেছে তারা, হেরেছে বাকি দুটিতে। ৮ পয়েন্ট ঝুলিতে জমা করে তালিকায় তাদের অবস্থান দ্বিতীয়। অপরদিকে ৬ ম্যাচে তিন করে হার ও জয় পেয়েছে মুস্তাফিজের দল হায়দরাবাদ। ৬ পয়েন্ট নিয়ে তাদের অবস্থান পঞ্চম। শীর্ষে রয়েছে গুজরাট লায়ন্স। ৭ ম্যাচে সুরেশ রায়নার দলের সঞ্চয় ১২।

সংগ্রহ কারক: জামিল ভাই

◆★☆◆νιѕιт му вєѕт ωєвѕιтє◆★☆◆

↓≡↓≡↓≡↓≡↓≡↓≡↓≡↓

সবাই ভাল থাকুন সুস্ত থাকুন কপি করা থেকে বিরত থাকুন।

ধন্যবাদ সবাইকে