আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ
প্রিয় ট্রিকবিডি বাসি কেমন আছেন সবাই?
আশা করি মহান আল্লাহ তা’আলার অশেষ রহমতে অনেক ভাল আছেন।
LMC এই ক্যামেরাটির ব্যাপারে জানেনা এমন খুব কম মানুষই রয়েছে। বর্তমান সময়ে সবচেয়ে জনপ্রিয় এবং ভাইরাল ক্যামেরা এই LMC ।
কিন্তু এই ক্যামেরা টি ব্যাবহার করার জন্য দরকার হয় XML। এই xml এর জন্য অনেকের কাছে ছুটাছুটি করতে হয়।
তো আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে সব আপডেটেড xml নিজেই নিতে পারবেন । কারো কাছে আর যাওয়ার দরকার পড়বে না।
আগেই বলি এই ক্যামেরার মাধ্যেমে আপনি আপনার ফোনের ডিফ্লট ক্যামেরার চেয়ে ভাল মানের কালার ফুল এইচডি মানের ছবি তুলতে পারবেন।
আর এই ক্যামেরা সব ফোনে সাপোর্ট করবেনা যাদের ফোনে ক্যামেরাতে API এনাবল নেই এবং ফোনের প্রসেসোর অনেক আগের মডেলের যেমন Meditec G80 ও Snapdragon 680 এর নিচের প্রসেসোর গুলোতে এই ক্যামেরাটি কাজ করবে না।
ক্যামেরাটির সেটাপ করা না জানলে এই আর্টিকেল টি দেখতে পারেন 👇
বর্তমানের ভাইরাল Gcam (LMC 8.4 R15) er বিস্তারিত
তো এখন আমাদের মেইন আর্টিকেল এ চলে যাওয়া যাক।
প্রথমে প্লেস্টোর থেকে নিচের অ্যাপস টি ডাউনলোড করে নিন।
ডাউনলোড করা হলে ওপেন করে নিন
এরপর এখন থেকে LMC ফোল্ডার টি ওপেন করুন।
আপনার যেটি দরকার সেটি তে ক্লিক করুন।
ডাউনলোড বাটনে ক্লিক করুন।
ছোট একটি অ্যাডস দেখাবে। এর পর আপনার ফাইল টি ফোন ডাউনলোড হয়ে যাবে।
ডাউনলোড করা ফাইল টি আপনার lmc 8.4 এর ফোল্ডার Move বা কপি করে রাখুন।
এবং LMC এপস টি ওপেন করে xml ওপেন করে পিক তুলে দেখুন। সব ঠিক থাক রয়েছে কিনা।
আমি তারপর ও ছোট একটি শর্ট স্যাম্পল দেখিয়ে দিচ্ছি।
আজ এই পর্যন্তই । কোনো সমস্যা হলে কমেন্ট জানাবেন। আমি যথাযথ সাহায্য করার চেষ্টা করবো। আশা করি সবাই ট্রিকবিডির সাথেই থাকবেন।
ধন্যবাদ