Site icon Trickbd.com

ফ্রিতে মিউজিক ডিস্ট্রিবিউশন করার পদ্ধতি [Google knowledge Panel – Part 3]

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করছি সকলে অনেক ভাল আছেন।

গত পোস্টে আমরা আলোচনা করেছিলাম মিউজিক ডিস্ট্রিবিউশন সম্পর্কে। সেখানে আমি কিছু মিউজিক ডিস্ট্রিবিউশনের সাথে পরিচয় করিয়ে দিয়েছি। মিউজিক ডিস্ট্রিবিউশন গুগল নলেজ প্যানেল তৈরির ক্ষেত্রে অনেক বেশি পাওয়ারফুল একটি উপায়। কারণ, গুগল প্যানেল  হিউজ পরিমাণ সোর্স হতে তথ্য সংগ্রহ করে তৈরি হয়। যখন একটি মিউজিক ডিস্ট্রিবিউশন করা হয় তখন তা ২০০টিরও অধিক প্লাটফর্মে আপনার গানটি আপনার তথ্য সহ চলে যায়। তাই মিউজিক ডিস্ট্রিবিউশনের মাধ্যমে এ কাজটি খুব সহজে হয়ে যায়।  চলুন শুরু করা যাক কিভাবে ফ্রিতে মিউজিক ডিস্ট্রিবিউশন করা যায়।

 

ফ্রি মিউজিক ডিস্ট্রিবিউশন এর ক্ষেত্রে আমার সবচেয়ে পছন্দের ডিস্ট্রিবিউশন হলো Routenote । কারণ, এখানে সব সুবিধা পাওয়া যায় কোন প্রকার লিমিটেশন ছাড়াই।

ওয়েব সাইটটিতে প্রবেশ করতে এখানে ক্লিক করুন

তো সবার প্রথমে সাইন আপ অথবা অ্যাকাউন্ট থাকলে সাইন ইন করে নিন।

তারপর

এখানে প্রয়োজনীয় তথ্যগুলো দিন এবং আপনার যেহেতু আর্টিস্ট প্রোফাইল নেই তাই আপনার নামটি দেওয়ার পর create a new profile এ ক্লিক করুন।

 

 

ব্যাস আপনার কাজ শেষ। গান টা রিলিজ হতে প্রায় এক সপ্তাহ লাগতে পারে।

আজ এ পর্যন্তই। যদি কোনো সমস্যা বা প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন সুস্থ থাকবেন।

Exit mobile version