Be a Trainer! Share your knowledge.
Home » Uncategorized » সেরা ৭টি টেলিগ্রাম বট!

সেরা ৭টি টেলিগ্রাম বট!

আসসালামু আলাইকুম, সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা!

আজকে অসাধারণ কয়েকটি টেলিগ্রাম বট সম্পর্কে বলবো যা আপনার খুবই কাজে লাগবে। তাহলে দেরি কিসের; চলুন শুরু করা যাক!

১. Truecaller Bot

ট্রুকলার বটটির মাধ্যমে যেকোনো নাম্বারের ইনফরমেশন বের করতে পারবেন। যেমন নাম্বারটি কোন অপারেটর এবং যার নাম্বার তার নাম দেখাবে। কিছু কিছু নাম্বারের ইনফরমেশন আসবে না!

২. Generate Anemy 

এই বট দিয়ে যেকোনো ছবিকে অ্যানিমিতে কনভার্ট করা যায়।

৩. Chat GPT 4

এই টেলিগ্রাম বট দিয়েই চ্যাট জিপিটি ব্যাবহার করতে পারবেন। কোনো প্রকার ওয়েবসাইটের ঝামেলা নেই।

৪. Ai Text to Voice 

এআই বট দিয়ে যেকোনো টেক্সটকে ভয়েস এ কনভার্ট করতে পারবেন। শুধু আপনি কিছু লিখে বটে সেন্ড করলেই অটোমেটিক ভয়েস এ রূপান্তর হয়ে যাবে।

৫. Text to Image 

আপনার কাঙ্ক্ষিত ছবিটি কেমন হবে তা লিখে প্রকাশ করলেই ছবিতে রূপান্তর হবে।

৬. Face Convert Bot

এই বটের সাহায্যে যেকারো ছবিতে নিজের চেহারা বসাতে পারবেন। এজন্য প্রথমে যে চেহারার ছবিটি বসাতে চাচ্ছেন তা বটে সেন্ড করুন এরপর যে ছবিটিতে বসাবেন সেটি সেন্ড করলেই নতুন মিক্স ছবিটি পেয়ে যাবেন।

৭. Multi Function Bot 

এই একটা বট দিয়ে অনেক ধরনের কাজ করা যায়। যেমন: লিংক শর্ট , পাসওয়ার্ড জেনারেট, ওয়েব সার্চ, ট্রান্সলেট, টেক্সট টু ভয়েস, ইমেজ টু স্টিকার, ট্রুকলার, যেকোনো টেক্সটকে QR কোডে কনভার্ট করতে পারবেন।

⚠️ সবগুলো বটের এক এক করে ব্যাবহার ডিটেইলস এ বললে পোস্টটি অনেক বড় হয়ে যাবে। এজন্য স্ক্রীনশট অনুসরণ করবেন। আর বটগুলো সহজেই ব্যাবহার করতে পারবেন। তারপরেও বুঝতে অসুবিধা হলে কমেন্ট করে জানাবেন।

[যারা বিন দিয়ে ইউটিউব প্রিমিয়াম এর ট্রায়াল নিতে চান কিন্তু বুঝেন না যে কিভাবে বিন ব্যাবহার করে ইউটিউব প্রিমিয়াম ট্রায়াল নেই তারা এই ভিডিওটি দেখতে পারেন]

আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।

আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে পারেন। এখানে প্রায় সকল পেইড অ্যাকাউন্টস এবং বিভিন্ন ট্রিকস শেয়ার করা হয়।

3 weeks ago (Apr 09, 2024)

About Author (19)

twopointzero
author

I love Trickbd

Trickbd Official Telegram

7 responses to “সেরা ৭টি টেলিগ্রাম বট!”

  1. RJADNAN Contributor says:

    Deepfake bot ta sei

Leave a Reply

Switch To Desktop Version