ট্রিকবিডিতে সবাইকে স্বাগতম
বছর ঘুরে আবার চলে এলো ঈদ। সবাইকে ঈদ মোবারক। নিয়মিত ট্রিকবিডিতে ভিজিট করার জন্য আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাই।
আপনারা সবাই OpenAi কোম্পানি সম্পর্কে কমবেশি জেনেছেন। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্টস এ নতুন দিন সূচনা করার ক্ষেত্রে তাদের প্রোডাক্ট chatgpt কে বলা যায় রীতিমতো লিজেন্ডারি।তাদের হাত ধরে বিভিন্ন ai model কে ডেভেলপ করা হয়েছে, তাদের দেখানো পথে হাঁটছে বিভিন্ন সফটওয়্যার কোম্পানি।
আপনারা যারা chatgpt ব্যবহার করেন সেটি gpt 3.5 এর উপর বেইস করে বানানো। যেটির বেশ কিছু লিমিটেশন আছে। এখানে বর্তমান সময়ের তথ্য জানার অ্যাকসেস নেই। ফলে রিয়েল টাইম আপডেট আর ট্রেন্ডিং টপিকের উপর সেখানে আউটপুট পাওয়া যায় না।
রিয়েল টাইম আপডেট,আর রিসেন্ট টপিকের জন্য আছে chatgpt plus ফিচার। এই chatgpt plus বানানো gpt4 এর উপর বেইস করে। যেটি gpt 3.5 থেকে অনেক বেশি রিচ আর সাথে রয়েছে রিয়েল টাইম অ্যাকসেসের সুবিধা।
আজকে দেখাবো আপনারা কিভাবে এই gpt4 ইউজ করবেন free তেই
Gpt4 আমরা ব্যবহার করবো YOU ai দিয়ে। যেখানে chatgpt plus এর মতোই gpt4 এর ফিচার চালু আছে।তবে এই You ai ও কিন্তু একটি পেইড এআই। তবে এটির পেইড ভার্শন বাইপাস করার জন্যই আজটের ট্রিকস। Premium cookie দিয়ে আপনাদের সেটি বাইপাস করে দেখাবো।
এটির জন্য আপনাদের লাগবে দুইটি অ্যাপ
প্রথমত secure vpn
দ্বিতীয়ত firefox browser
দুটো অ্যাপই আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন
প্রথমে আপনাদের cookie.txt ফাইল নামাতে হবে
আপনারা এই লিংক থেকে you ai এর premium cookie ফাইল ডাউনলোড করে নিবেন
এখন আপনার ফোনে একটি extension ইনস্টল করা লাগবে। Extension টি হলো cookie editor।
এজন্য mozila Firefox ব্রাউজারটি ইনস্টল করে অপেন করে নিন
এখন settings এ ক্লিক করে add on অপশনে ক্লিক করুন। সেখানে সবার নিচে গিয়ে more extennsion এর এখানে ক্লিক করে নিবেন।
এখন আপনি সার্চ বারে লিংক cookie editor. তারপর সেই এক্সটেনশন ডাউনলোড করে নিন।
এখন usa vpn কানেক্ট করুন
Usa vpn কানেক্ট করার পর নিচের লিংক mozile Firefox দিয়ে অপেন করে নিবেন
GPT4+turbo সাপোর্টেড You Ai এর লিংক
এখন আপনার txt ফাইল যেটি শুরুতে ডাউনলোড করেছিলেন সেটি html ভিউ দিয়ে অপেন করে নিবেন। তারপর সকল কোড সিলেক্ট করে copy করে নিবেন। দেখুন আমি copy করে নিয়েছি।
দেখুন এটি হচ্ছে you ai এর হোমপেইজ। যেখানে gpt4 ফিচারটি লক করে রাখা হয়েছে। কারন এটি শুধু পেইড ভার্শনেই অ্যাভেইলেবল।
এরপর settings ➡️add on➡️ cookie এডিটর ওপেন করে নিন।
Txt file এর কোড যেগুলো copy করে নিয়েছিলেন সেগুলো সেখানে paste করে import করে নিবেন।
Cookie import করার পর আপনারা ওয়েব পেজে একটি রিফ্রেশ দিবেন
দেখুন আমাকে এখন you ai এর প্রিমিয়াম ফিচারগুলো আনলক করা অবস্থায় দেখাচ্ছে। আপনারা gpt4 এ ক্লিক করে নিয়ে prompt টাইপ করে আপনাদের তথ্য বের করতে পারবেন। এখানে chatgpt plus এর মতোই real time update পাবেন।
আজকে এই পর্যন্তই। দেখা হবে আবারো নতুন কোন পোস্ট নিয়ে। সবাইকে আবারও ধন্যবাদ।