Site icon Trickbd.com

এক অ্যাপে মোবাইলের A to Z ইনফরমেশন [ Hot Post ]

ek app e sobkichu

আসসালামু আলাইকুম
কী অবস্থা সবার কেমন আছেন সবাই , আশা করি সবাই ভালো আছেন , আজকে আপনাদের দেখাবো যে কীভাবে একটি অ্যাপ দিয়ে ফোন সম্পর্কে সকল ইনফরমেশন জানতে পারবেন অর্থাৎ এই অ্যাপ যে মোবাইলে ইন্সটল করবেন সেই ফোনের কোন ডিসপ্লে ব্যাবহার হয়েছে , কোন র‌্যাম অথবা এটার ভিতর কী কী সেন্সর আছে এছাড়াও রয়েছে অনেক সুবিধা চলুন যেনে নেওয়া যাক

এই অ্যাপটির সুবিধাসমূহঃ

১) আপনার মোবাইলের সিপি-ইউ স্টাটাস দেখাবে

২) মোবাইলের টেম্পারেচার এবং জিপি-ইউ দেখাবে

৩) কতটি অ্যাপ ইউজ করছেন তা থেকে কতটি সিস্টেম আর কতটি নরমাল ইউজার সেটা দেখাবে

৪) নেটওয়ার্ক কত পার্সেন্ট পাচ্ছে দেখাবে

৫) RAM এবং ROM দুইটাই দেখাবে

৬) ডিসপ্লে দেখাবে এবং সাইজ দেখাবে

৭) হার্ডওয়্যার সেকশন এর প্রসেসরের ধারনা পাবেন এবং এখান থেকে Cpu Analysis করতে পারবেন

৮) তারপর সিস্টেম সেকশনে পাবেন ডিভাইস সম্পর্কে ও অপারেটিং সিস্টেম সম্পর্কে

৯) তার পরে ব্যাটারি সেকশন সেখানে গেলে Tempareture , Technology , Health , Volatage , Capacity and estimated Capacity, Cahrge Counter এই সব দেখতে পারবেন

১০) তারপর নেটওয়ার্ক সেকশনে পাবেন সিম থেকে পাওয়া যাবতীয় তথ্যসমূহ

১১) ক্যামেরা সম্পর্কে জানতে পারবেন এর পরের সেকশনেই মেগা পিক্সেল , সাইজ , সেন্সর সব বিষয়ে এখানে বিস্তারিত পাবেন

১২) তার পর আবার পরে একটি সেকশন পাবেন সেখানে পাবেন আপনার মোবাইলের যত সেন্সর তা টেস্ট করার সুবিধা , সেগুলো সঠিকভাবে কাজ করছে কী-না তাও জানতে পারবেন

এই অ্যাপস টার মাধ্যমে আপনার মোবাইল এর সকল ইনফরমেশন জানতে পারবেন যেটা নরমাল আপনার ফোন দিয়ে অথবা ওয়েবসাইট ব্যবহার করে জানতে পারবেন না

একটা জিনিস খেয়াল করবেন অনেক ইউটিউবার এই অ্যাপস দিয়েই সবকিছু টেস্ট করা থেকে শুরু করে একেবার সকল প্রসেসিং এই অ্যাপসার মাধ্যমেই করে , এতক্ষুন আমরা এটার ফ্রি ভার্সন নিয়ে আলোচনা করেছি কিন্তু এটার পেইড ভার্সনেও অনেক ধরনের বেশি সুবিধা রয়েছে , এই অ্যাপস টা ডাউনলোড করলেই তা বুজতে পারবেন ।

এবার দেখাবো কীভাবে অ্যাপসটা ডাউনলোড করে অপারেট করবেনঃ

প্রথমত এই অ্যাপসটা প্লে-স্টোরেই পাওয়া যাবে তাই নেই কোনো ঝামেলা , প্লে স্টোরের সার্চ বারে সার্চ করুন Devcheck এটা লিখে , ইনস্টল হবার সাথে সাথে অপন করবেন যে পারমিশনগুলো সাইবে ওগুলো ভালো করে পড়ে নিয়ে দিয়ে দিবেন।

আশা করি সবাই বুঝতে পেরেছেন কোনো ধরনের কোনো সমস্যা হলে কমেন্ট করতে পারেন এবং লেখায় ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন

Exit mobile version