Site icon Trickbd.com

মুস্তাফিজকে ইন সুইং শেখালেন ওয়াসিম আকরাম

Unnamed


এবার পাকিস্তানের সাবেক বোলিং কিংবদন্তির

সাথে দেখা করে ইন সুইংয়ের কিছু কারুকাজ শিখলেন বাংলাদেশ বিস্ময় বোলার মুস্তাফিজুর রহমান।

বর্তমানে আইপিএলের দল কেকেআরের বোলিং কোচের ভূমিকা পালন করছেন ওয়াসিম আকরাম। আর কেকেআরের বিপক্ষের খেলতে গিয়ে স্বদেশি খেলোয়াড় সাকিবকে ওয়াসিম আকরামের সাথে দেখা করার কথা জানান মুস্তাফিজ।

ইন্ডিয়া টুডের এক অনুষ্ঠানে ওয়াসিমই নিজেই একথা জানিয়েছেন।

এ নিয়ে তিনি বলেন, সাকিব আমাকে বলেছিল মুস্তাফিজ দেখা করতে চায়। আমিও খুব আগ্রহী হয়েছিলাম। মুস্তাফিজের বাংলা ছাড়া অন্য কোনো ভাষায় পারদর্শিতা না থাকায় সাকিব সে সময় দোভাষীর কাজ করেছিল। আমরা বোলিং নিয়ে বেশ কিছু আলাপ করেছি।

মুস্তাফিজকে ইন সুইংয়ের গুরুত্ব জানিয়ে ওয়াসিম আকরাম বলেন, ভবিষ্যতে সব দল তোমার কাছ থেকে তিন ধরনের ডেলিভারি প্রত্যাশা করবে- আউটসুইং, স্লোয়ার বা ইয়র্কার। এ কারণে তোমাকে ইন সুইংও শিখতে হবে। পরে বাংলাদেশের তরুণ বাঁ-হাতি এই পেসারকে ইন সুইংয়ের কিছু কারুকাজও শেখান ওয়াসিম।
___________________________________________________________
ভাল ভাল টিপস পেতে আমার সাইটে ঘুরে আসবেন TipsaLL24.com

Exit mobile version