নতুন নতুন
.
.
সকল নতুন টিপস
.
. [ যদি আপনাকে জিজ্ঞাসা করা হয় টুথপেস্ট দিয়ে কি করে? নিশ্চই অবাক হবেন! ভাববেন এ আবার কেমন প্রশ্ন।
তবে টুথপেস্ট দাঁত মাজার বাইরে আরও অনেক কাজে লাগে। জেনে নিন এমনই কিছু ব্যবহার।
চামড়ার জুতা পরিষ্কার
জুতো পরিষ্কার করার ক্রিম ফুরিয়ে গেছে? চিন্তা নেই। চামড়ার জুতোয় অল্প একটু পেস্ট টুথ ব্রাশ দিয়ে লাগিয়ে নিন। ভেজা কাপড় দিয়ে ঘষে নিলেই জুতো চকচকে হয়ে যাবে।
ইস্ত্রি
অনেক সময় ইস্ত্রিতে মরচে পড়ে। যা সুতির কাপড়ে লেগে যায়। ইস্ত্রির ধাতব অংশ পরিষ্কার করতে ভালো কাজ দেয় নন-জেল টুথপেস্ট। ঠাণ্ডা ইস্ত্রিতে টুথপেস্ট লাগিয়ে নিন। ভেজা কাপড় দিয়ে মুছে নিন। ব্যস হয়ে গেল পরিষ্কার।
হিরার আংটি
পুরনো টুথব্রাশে পেস্ট লাগিয়ে হিরের আংটি ঘষে পরিষ্কার করুন। বাকি লেগে থাকা টুথপেস্ট ভেজা কাপড়ে মুছে নিন।
ফিডিং বোতল
শিশুদের দুধের বোতলে অনেক সময়ই টক টক গন্ধ হয়। বোতল পরিষ্কার করার ব্রাশে কিছুটা টুথপেস্ট লাগিয়ে বোতল পরিষ্কার করে নিন। শেষে পানি দিয়ে ধুয়ে ফেলুন।
বাথরুমের আয়না
পানির কারণে অনেক সময়ই বাথরুমের আয়নার কাঁচ ঝাপসা হয়ে যায়। নন-জেল টুথপেস্ট আয়নায় লাগিয়ে শুকনো পরিষ্কার কাপড় দিয়ে মুছে নিন। এর পর বাথরুমে গোসল করলেও কাঁচ ঝাপসা হবে না।
বেসিন
বাথরুমের বেসিন বা রান্নাঘরের সিঙ্ক পরিষ্কার করতেও কাজে আসে টুথপেস্ট। নন-জেল টুথপেস্ট লাগিয়ে রাখুন। ভেজা স্পঞ্জ দিয়ে ঘষে পরিষ্কার করে নিন। এতে দুর্গন্ধও দূর হবে।
কাপড়ের দাগ
জামায় কলমের কালি বা লিপস্টিকের দাগ লেগে গেছে। চিন্তা নেই, ধোয়ার আগে টুথব্রাশে পেস্ট লাগিয়ে দাগ লাগা জায়গায় ঘষে নিন। দেখবেন দাগ চলে গেছে।
.
নতুন ডিজান ওয়েব নতুন নতুন পোস্ট দেখুন
.