Be a Trainer! Share your knowledge.
Home » Gp free net » Bkash Student Account | জন্মনিবন্ধন দিয়ে বিকাশ স্টুডেন্ট একাউন্ট খোলার নিয়ম এবং ফ্রিতে ১৩০ টাকা পর্যন্ত বোনাস

Bkash Student Account | জন্মনিবন্ধন দিয়ে বিকাশ স্টুডেন্ট একাউন্ট খোলার নিয়ম এবং ফ্রিতে ১৩০ টাকা পর্যন্ত বোনাস

Bkash Student Account | বিকাশ স্টুডেন্ট একাউন্ট



আসসালামু আলাইকুম,
সকলে কেমন আছেন…??
আশাকরি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আর যারা নিয়মিত ট্রিকবিডির সাথে থাকেন তাদের ভালো থাকারই কথা। কেননা এখান থেকে আমরা প্রতিনিয়ত অনেক অজানা বিষয়গুলো জানতে ও শিখতে পারি। আজকের পোষ্টে আপনাদের দেখাবো যেভাবে আপনারা খুব সহজে বিকাশ স্টুডেন্ট একাউন্ট খুলবেন। এখন থেকে আপনারা আপনাদের জন্মসনদ বা জন্মনিবন্ধন দিয়েও বিকাশ একাউন্ট খুলতে পারবেন যদি আপনার বয়সটা ১৪-১৮ মধ্যে হয়ে থাকে। এছাড়া বিকাশ একাউন্ট খুলে ফ্রিতে ১৩০ টাকা পর্যন্ত বোনাস পেতে পারেন। সাধারণভাবে আপনারা যেভাবে বিকাশ একাউন্ট খুলেন তার চেয়ে স্টুডেন্ট একাউন্ট খোলা একটু ভিন্ন রয়েছে তো এবার চলুন দেখে নেওয়া যাক কিভাবে বিকাশ স্টুডেন্ট একাউন্ট খুলবেন।
তো এর জন্য প্রথমে বিকাশ অ্যাপটি ইনস্টল করেনিন। প্লে-স্টোর থেকে বিকাশ অ্যাপ ইনস্টল করতে নিচে Bkash Install Now ক্লিক করুন।

Bkash Install Now

তারপর ওপেন করুন।

পারমিশন Allow করুন।

লগইন/রেজিষ্ট্রেশন ক্লিক করুন।

যে নাম্বারে একাউন্ট খুলবেন তা দিয়ে Next করুন।

যে নাম্বার দিলেন সেটা কোন সিম সিলেক্ট করুন।

এবার জন্মসনদ সিলেক্ট করুন

সিমটা ফোনের মধ্যে রাখবেন তাহলে মেসেজ চলে আসলে তখন Allow করেদিন। তাহলে কোডটি অটো বসে যাবে।

এবার বিকাশের শর্তাবলি দেওয়া থাকবে সম্মতি আছে ক্লিক করুন।

পরবর্তী ক্লিক করুন।

পারমিশন দিন

এবার ক্যামেরা ওপেন হয়ে গেলে আপনার জন্মনিবন্ধনের ছবি তুলুন এবং সাবমিট করুন।

এবার নামের ফাঁকা অংশে ক্লিক করুন

ইংরেজিতে নামটা লিখে দিন

এবার আয়ের উৎস,অনুমানিক মাসিক আয় ও পেশা পাশে তীর আইকনে ক্লিক করে সিলেক্ট করেদিন।

এবার একাউন্ট এর নমিনি যুক্ত করতে হবে। আর নমিনি শুধু আপনার মা/বাবা হতে পারবে। আর নমিনি দেওয়ার জন্য আপনার মা অথবা বাবার যেকারো এনআইডি দিয়ে বিকাশ খোলা থাকা লাগবে,না খোলা থাকলে খুলে নিবেন এবং সম্পর্ক মা/বাবা সেখানে ক্লিক করুন।

এবার যার এনআইডিতে বিকাশ খোলা তা সিলেক্ট করে নামটা ইংরেজিতে লিখে দিবেন আপনার মা/বাবার। এছাড়া যে নাম্বারটিতে আপনার মা/বাবার এনআইডি দিয়ে বিকাশ খোলা সে বিকাশ নাম্বারটি দিয়ে পরবর্তী ক্লিক করুন।

ছবি তুলুন

এবার ক্যামেরা চালু হলে ওপরে লেখাতে যা করতে বলবে তা করবেন মুখ খুলে হাসতে বললে দাঁত বের করে হাসবেন।

স্থির থাকতে বললে তা থাকবেন

তাহলে গোলাপি কালার মতো বৃত্তাকার মধ্যে ওটা সম্পূর্ণ হবে এবং % ১০০ হয়ে গেলে ছবি অটোমেটিক তুলে নিবে।

নিশ্চিত করুন

এবার এখানে একটু অপেক্ষা করুন।

আবারো পরবর্তী ক্লিক করুন।

আবারো পরবর্তী ক্লিক

এবার আপনার দেওয়া মা/বাবার এনআইডিতে খোলা সেই বিকাশ নাম্বারে একটা ভেরিফিকেশন কোড যাবে

সেই বিকাশ নাম্বারটিতে আপনারা একরকম মেসেজ দেখতে পাবেন সেখানে ৬ সংখ্যার কোড দেওয়া থাকবে সেটা দেখেনিন।

এবার আপনার বিকাশ অফশনে এসে কোডটা টাইপ করে লিখে পরবর্তী

তাহলে মেসেজ চলে আসবে আপনার তথ্য সাবমিট হয়েছে। আরেকটি কনফার্মমেশন মেসেজ জন্য অপেক্ষা করুন অথবা বিকাশ অ্যাপে আসুন।

১ নাম্বার আপনার তথ্য সাবমিট হয়েছে ২ নাম্বার ভেরিফিকেশন চলছে এমনকি ৩ নাম্বার কনফার্মমেশন মেসেজ আসলে পিন সেট করতে বলবে তখন *২৪৭# ডায়াল করে পিন সেট করবেন বা নিচে নতুন পিন সেট করুন সেখানে ক্লিক করবেন।

এবার আপনার পছন্দমতো ৫ সংখ্যার জটিল টাইপ পিন দুই জায়গায় দিয়ে কনফার্ম করুন।

তাহলে পিন সেট হয়ে গেলে লগইন ক্লিক করুন।

তারপর বিকাশ নাম্বার দিবেন,ভেরিফিকেশন কোড আসলে Allow করে দিয়ে নতুন যে বিকাশ পিন সেট করলেন সেটা দিয়ে তারপর আপনার প্রথম ও শেষ অংশ মিলে পুরো নামটা দিয়ে চাইলে আপনার একাউন্ট এ ছবি ব্যবহার করবেন বা এড়িয়ে যান ক্লিক করে লগইন করে নিলে দেখতে পাবেন একাউন্ট এ ২৫ টাকা সাথে সাথে। এখন কথা হলো কিভাবে ১৩০ টাকা বোনাস পাবেন। তো এর জন্য শর্ত রয়েছে কি শর্ত সেগুলা দেখুন।

নিচের স্কিনশর্টটা পড়ুন একাউন্ট খোলার পর থেকে কোন সময়ের মধ্যে কোন লেনদেনগুলা করতে হবে। এ সমস্ত লেনদেনগুলা যদি আপনি নিদিষ্ট সময়ের মধ্যে করেন তবে সর্বমোট ১৩০ টাকা বোনাস পেয়ে যাবেন।

আশাকরি আপনারা বুঝতে পেরেছেন। না বুঝলে নিচের ভিডিওটি বিস্তারিত সহকারে দেখুন

“প্রতিনিয়ত সবার আগে Technology রিলেটেড ভিডিও পেতে চাইলে আমার ইউটিউব চ্যানেল BD TRICK SH সাবসক্রাইব করবেন,ইউটিউবে BD TRICK SH লিখে সার্চ দিলে চ্যানেলটি পেয়ে যাবেন।

★প্রয়োজনে আমার সাথে যোগাযোগ করতে ফেসবুক পেজ BD TRICK SH এ মেসেজ দিনBDTRICKSH
সকলে ভালো থাকুন,সুস্থ থাকুন {{খোদাহাফেজ}}

6 months ago (Jul 08, 2024)

About Author (175)

Mdshakilhasan
author

Trickbd Official Telegram

3 responses to “Bkash Student Account | জন্মনিবন্ধন দিয়ে বিকাশ স্টুডেন্ট একাউন্ট খোলার নিয়ম এবং ফ্রিতে ১৩০ টাকা পর্যন্ত বোনাস”

  1. SA Contributor says:

    Good Post 👏

  2. MD FAYSAL Contributor says:

    owo সুন্দর করে পোস্ট করেছেন

Leave a Reply

Switch To Desktop Version