আসসালামু আলাইকুম বন্ধুরা , কি অবস্থা তোমাদের ?

আশা করি তোমারা সবাই ভাল আছো ।

আজকের পোস্ট এ আমি তোমাদের সাথে শেয়ার করব ৫টি Telegram Bot যা আপনাদের কাজে দিবে ।

বর্তমানে টেলিগ্রাম অনেক জনপ্রিয় Messaging App ।

আর এর জনপ্রিয়তা দিনের পর দিন বেড়েই চলেছে । সামনে হয়ত আরও বাড়বে ।

এতটা জনপ্রিয় হওয়ার কারণ মূলত এর ফিচার সমূহ ।

আর এর মধ্যে Bot এর অপশন থাকায় এই মেসেজিং অ্যাপটা আরো বেশি জনপ্রিয় হয়েছে।

কারণ এই বটগুলো আমাদের অনেক কাজকেই সহজ করে তোলে।

তো আজকের এই পোস্টে আমি আপনাদের সাথে এমনই পাঁচটি বট শেয়ার করতে যাচ্ছি।

 

তো চলুন কথা না বাড়িয়ে ডাইরেক্টলি চলে যাই পোস্টের মেইন টপিকের মধ্যেঃ 

আমাদের এই পোস্টের সবার প্রথমের যে বটটি রয়েছে তার নাম হচ্ছেঃ AI Cartoon Maker Bot .

১। AI Cartoon Maker Bot

বন্ধুরা এই bot ব্যবহার করে আপনারা আপনাদের নিজের যে কোন ছবিকে কার্টুনে রূপান্তর করতে পারবেন।

এই bot এর ইউজার নেম আমি নিচে দিয়ে দিলাম আপনারা সার্চ করলে পেয়ে যাবেন।

@AI_photo_to_cartoon_maker_bot

নিচে আমি bot ব্যবহার করে একটি ছবিকে কার্টুনের রূপান্তর করে আপনাদের দেখিয়ে দিলাম.

আপনাদের যদি bot টি ভালো লেগে থাকে ট্রাই করতে ভুলবেন না চলুন তাহলে এবার আমাদের দ্বিতীয় নাম্বারে যাওয়া যাক।

 

২। Free Books Robot

আমরা আমাদের দ্বিতীয় নাম্বারে যেই bot টি রেখেছি আমি মনে করি সেটা ইন্ডিয়ান দের জন্য বেশি কাজে দেবে।

বিশেষ করে যারা কলকাতা থেকে এই আর্টিকেলটা পড়তেছেন তাদের জন্য bot টি অনেক কাজের।

কারণ এখানে আপনি পেয়ে যাবেন স্টুডেন্টদের জন্য যত দরকারি বই সবকিছু। শুধু যে বই তা কিন্তু নয় এখানে আপনি অনেক বড় বড় একাডেমির ভিডিও ক্লাসও পেয়ে যাবেন ।

bot টি ব্যবহার করতে টেলিগ্রাম এ গিয়ে সার্চ করুন এই ইউজার নেম দিয়েঃ @StudyMaterials223_bot

এই লিস্টে তৃতীয় নম্বরের যে বটটি রয়েছে তার নাম হচ্ছে,

৩। Foxtune White Bot

এই BoT টিতে আপনি যে কোন গানের নাম লিখে দিলে সেটা অটোমেটিক আপনাকে খুজে বের করে দিবে, পাশাপাশি আপনি চাইলে সে গানটি ডাউনলোড করতে পারবেন এবং শুনতে পারবেন সেখান থেকেই।

তো যারা মিউজিক লাভার তাদের জন্য এই BoT টি অনেক কাজে দিবে।

BoT টির ইউজার নেম হচ্ছেঃ @FoxtuneWhiteBot ।

 

৪। Gamee

আপনি কি একজন গেম লাভার? তাহলে বলা যেতে পারে এই BOT টি আপনার জন্য।

BOT টিতে আপনি চাইলে আপনার বন্ধুদেরকে ইনভাইট দিয়ে তাদের সাথে গেম খেলতে পারবেন, এবং নিজের টাইম পাস করার জন্য চাইলেও একা একা গেম খেলতে পারবেন।

নিচে জয়েন করার ইউজার নাম দিয়ে দিলামঃ @gamee

যদি উপভোগ করতে চান অবশ্যই জয়েন করে উপভোগ করুন।

এর মধ্যে রয়েছে অনেক অনেক গেম, যা ক্যাটাগরি হিসেবে ভাগ করা রয়েছে।

আপনার যে ক্যাটাগরির গেম পছন্দ আপনি সেটা চুজ করে খুব সহজে উপভোগ করতে পারবেন আপনার পছন্দের গেম।

এবারে লিস্টের সর্বশেষ নাম্বারে চলে এসেছি আমরা নাম্বার ৫।

৫। Andy English Bot

Bot Join UserName: @AndyRobot

আপনি যদি ইংরেজি শিখতে চান, তাহলে Andy Robot আপনার জন্য একটি বেস্ট চয়েস.

আপনি খুব সহজেই নিজের ইংরেজি স্কিল। Andy Robot সাথে চেক করতে পারবেন।

আপনি আপনার ইংরেজি ভাষায় Andy Robot এর সাথে চ্যাট করতে পারবেন।

আশা করি যারা ইংরেজি শিখতে আগ্রহী Andy Robot তাদের জন্য অনেক প্রয়োজনীয় একটি বট হবে।

 

তো এই ছিল আজকের পোস্ট, আশা করি আপনাদের ভালো লেগেছে।

দেখা হচ্ছে অন্য কোন পোস্টে ততক্ষণ পর্যন্ত বায় বায়।

 

আমার টেলিগ্রাম চ্যানেলে যারা জয়েন করেন নাই, তারা অবশ্যই করে নেবেন।

আমার টেলিগ্রাম

2 thoughts on "৫টি টেলিগ্রাম BOT যা আপনার কাজে লাগতে পারে ।"

  1. Bita Paradox Contributor says:
    1. use only 2 times

    2. useless for Bangladeshi people.

    3. I can’t find all song, but it is good.

    4. better I use web game servers.

    5. I don’t like this.

    After all, average post. . . .

Leave a Reply