নতুন নতুন
.
.
সকল নতুন টিপস
.
কৃত্রিম আলো আর গোলাপি বলের
টেস্ট ক্রিকেটের সূচনা গত নভেম্বরে।
অ্যাডিলেডে অস্ট্রেলিয়া-
নিউজিল্যান্ড ইতিহাসের প্রথম
দিবারাত্রির টেস্ট বিপুল সাড়া
ফেলেছিল ক্রিকেটপ্রেমীদের মধ্যে।
অনেক দেশই এখন দিনরাত মিলিয়ে
টেস্ট খেলতে আগ্রহী। যার মধ্যে
আছে ইংল্যান্ডও। আগামী অক্টোবরে
ইংল্যান্ডের বাংলাদেশ সফরে
আসার কথা। এই সফরে দুটো টেস্টের
মধ্যে একটি কৃত্রিম আলোয় খেলার
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের
(বিসিবি) প্রধান নির্বাহী
নিজামউদ্দিন চৌধুরী
সাংবাদিকদের জানিয়েছেন,
দুবাইয়ে সদ্যসমাপ্ত আইসিসির সভায়
এ নিয়ে আলোচনা হয়েছে দুই পক্ষের।
ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের
(ইসিবি) প্রস্তাব বিবেচনা করে
দেখছে বিসিবি। যদিও দিবারাত্রির
টেস্ট নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি
বলে জানিয়েছেন বিসিবির প্রধান
নির্বাহী, ‘আমরা এখনো এ ব্যাপারে
কোনো সিদ্ধান্ত নেইনি।’ এ প্রসঙ্গে
বিসিবির ক্রিকেট অপারেশন্স
কমিটির চেয়ারম্যান আকরাম খানের
বক্তব্য, ‘আমরা অনেক ধরনের প্রস্তাব
পাই। তবে যা আমাদের জন্য সবচেয়ে
উপযুক্ত সেটাই আমরা করব।’
আগামী ডিসেম্বরে নিউজিল্যান্ডও
একটি দিবারাত্রির টেস্ট খেলার
ব্যাপারেও কোনো সিদ্ধান্ত নেয়নি
বিসিবি।
বাংলাদেশ সফরে দুটো টেস্ট ছাড়াও
তিনটি ওয়ানডে খেলতে পারে
ইংল্যান্ড। সফরসূচি অবশ্য চূড়ান্ত
হয়নি এখনো।
.