Site icon Trickbd.com

মেয়ের জন্য সবার দোয়া চাইলেন সাকিব

Unnamed

আগের দিনই ঝটিকা সফরে কলকাতা থেকে বাংলাদেশে এসেছিলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। মেয়েকে দেখতেই উড়াল দিয়েছিলেন বলে জানা গিয়েছিল। সত্যি হলোও তাই। রোববার নিজের ফেসবুকে এক পোস্টের মাধ্যমে বুঝিয়ে দিলেন মেয়ে অব্রুকে দেখতেই এসেছিলেন তিনি। কারণ ছয় মাস আগে ঠিক এই দিনেই পৃথিবীর মুখ দেখেছিল বিশ্বসেরা এ অলরাউন্ডারের মেয়ে।

রোববার সন্ধায় সাকিব তার ফেসবুক পেজে লিখেন, ‘নভেম্বর ৮, ২০১৫- আজ থেকে ঠিক ৬ মাস আগে আমাদের রাজকন্যা এই পৃথিবীতে আসে। ঠিক যে মুহূর্তে তার জন্ম হয়, ঠিক সেই মুহূর্তে আমার বাবা হিসেবে জন্ম হয় এবং আমার স্ত্রীর জন্ম হয় একজন মা হিসেবে। আমাদের পুরো পৃথিবীটাই যেন বদলে যায়। আমরা আজকের দিনের চেয়ে শুভ কোন দিন ভাবতে পারিনা যখন আমাদের মেয়ে আলায়না হাসান অউব্রে, যে কিনা আমাদের পৃথিবী- আমাদের সবকিছু, তাকে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিতে পেরে।

আমরা সকলের কাছে তার জন্য দোয়াপ্রার্থী, সে যাতে একজন উঁচু মাপের মানুষ হতে পারে।’

উল্লেখ্য, গত নভেম্বরে বিপিএল শুরুর আগে প্রথমবারের মত বাবা হন সাকিব আল হাসান।
______________________________^___________^^_________^______

ফেছবুকে আমি
___________________________________________________________
ভাল ভাল টিপস পেতে আমার সাইটে ঘুরে আসবেন TipsaLL24.com
Exit mobile version