Site icon Trickbd.com

‘সেকেন্ডহ্যান্ড’ আইফোন প্রত্যাখ্যান ভারতের

Unnamed

চলতি বছরের দ্বিতীয়প্রান্তিকে মুনাফায় ব্যাপক ধসের পরঘুরে দাঁড়াতে ভারতের বাজারে‘সেকেন্ডহ্যান্ড’ (ব্যবহৃত)আইফোন বিক্রির যে পরিকল্পনাকরেছিল অ্যাপল তা শুরুতেই আটকেদিল ভারতীয় কর্তৃপক্ষ। আর বিষয়টিমার্কিন প্রযুক্তি জায়ান্টের কাছেঅনেকটা ‘মরার ওপর খাঁড়ার ঘা’।সম্প্রতি অ্যাপল তার ব্যবহৃত আইফোনভারতের বাজারে আমদানির জন্যসরকারের কাছে অনুমতি চায়। কিন্তুবিষয়টি সরাসরি প্রত্যাখ্যান করে সরকার।ব্যবহৃত ইলেকট্রনিক্স পণ্য আমদানিআইনবিরোধী উল্লেখ করেইমূলত ওই প্রস্তাব প্রত্যাখ্যান করাহয়েছে।‘পরিমার্জিত’ ট্যাগে অ্যাপল তার কিছুআইফোন ডিসকাউন্ট মূল্যেযুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে বিক্রিকরে থাকে। ভারতের বাজারেও একার্যক্রম চালুর মাধ্যমেপ্রতিযোগীদের সঙ্গে বাজারশেয়ার দখলের উদ্যোগ নেয়কুপারতিনো ভিত্তিক প্রতিষ্ঠানটি।তবে উৎপাদনখাতকে এগিয়ে নিয়েভারত তার ‘মেক ইন ইন্ডিয়া’কার্যক্রমের উপর জোর দিচ্ছে।এ বিষয়ে ভারতীয় টেলিকমমন্ত্রীএনএন কউল বলেন, কোনোধরনের ব্যবহৃত পণ্য আমদানি ভারতসমর্থন করে না। তবে এ বিষয়েতাৎক্ষণিক অ্যাপলের কোনোকর্মকর্তার মন্তব্য পাওয়া যায়নি।ভারতের বাজারে গড়ে ১৫০ ডলারে(১ ডলার সমান ৭৮ টাকা) একটিস্মার্টফোন বিক্রি হয়। যেখানেঅ্যাপল গত মার্চে আইফোন৫এসই’র ভারতের বাজারের জন্য মূল্যনির্ধারণ করে ৫৮৫ ডলার। যেখানেযুক্তরাষ্ট্রের জন্য নির্ধারণ করা হয়৩৯৯ ডলার।

Ssc Exam