বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমান বিশ্ব ক্রিকেটে এখন এক আলোচিত নাম। ইংল্যান্ডের কাউন্টি থেকে অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ- সব খানেই ফিজের জনপ্রিয়তা বেড়ে যাচ্ছে। বল হাতে প্রতিপক্ষ ব্যাটসম্যানদের ভয়ের নাম হয়ে দাঁড়িয়েছেন তিনি।
আইপিএল-এ এখন পর্যন্ত ১০ ম্যাচ খেলে ১৩ উইকেট শিকার করেছেন। তার চেয়ে মাত্র ২টি উইকেট বেশি নিয়ে শীর্ষ আছেন ম্যাকক্লেনাঘান। ফিজের কিপটে বোলিং অবিশ্বাস্য। পেসার হওয়ার পরও তার ইকোনোমি স্পিনারদের চেয়ে কম। ডেথ ওভারে যেখানে অন্য বোলাররা রানের বন্যা বসিয়ে দেন। মুস্তাফিজের ক্ষেত্রে সেটি অকল্পনীয়। ক্রিকেট বিশ্বে ডেথ ওভার বিশেষজ্ঞের খেতাব পেয়েছেন এই কাটার মাস্টার।
তার এমন পারফরম্যান্স শুধু ক্রিকেট জগতেই আলোড়ন সৃষ্টি করেনি। রাজনীতিবিদ থেকে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সবারই দৃষ্টি কাড়ছেন তিনি।
মুস্তাফিজকে নিয়ে দিল্লি বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক বিদ্যুৎ চক্রবর্তী বলেন, ‘বিরাট কোহলির চেয়ে ভারতের মুস্তাফিজের ভক্তের সংখ্যা বেশি এবং এটাই সত্য।’
তিনি আরো বলেন, ‘ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে তিনি যেভাবে খেলছেন, তাতে ভারতের সব গণমাধ্যম তার খবর প্রকাশ করছে। প্রতিদিন অসংখ্য পত্রিকা ও চ্যানেল তার সংবাদ পরিবেশন করছে। আমার ঘরেও তাকে নিয়ে লড়াই চলছে।’
মুস্তাফিজের ভবিষ্যৎ নিয়ে এই অধ্যাপক বলেন, ‘কিছু দিনের মধ্যে তিনি বড় মানের ক্রিকেটার হবেন।’
______________________________^___________^^_________^______
ফেছবুকে আমি
___________________________________________________________
ভাল ভাল টিপস পেতে আমার সাইটে ঘুরে আসবেন TipsaLL24.com