কেমন আছেন?
আবারো একটা মজার পোষ্ট নিয়ে এলাম আপনাদের জন্য।
আপনি যখন কোনো কাজে বাহিরে যান তখন আপনার বাসার কেউ আপনার কম্পিউটার ব্যাবহার করে তাই না?
আপনার এটা ভালো না।
কোনো চিন্তা করবেন না।
আজ আমি যেই ট্রিক্সটা শেয়ার করছি সেটা আপনার কম্পিউটার ব্যাবহারকারিকে বোকা বানিয়ে দিবে।
আমার কথা শুনে আপনার খুব খুশি হচ্ছে তাই না।
তাইলে চলুন শুরু করা যাকঃ-
প্রথমে আপনার Desktop এর Screen এ যেই Wallpaper টা রয়েছে সেটা আপনার কিবোর্ড থেকে prt sc sysrq তে ক্লিক করে Screenshot তুলে নেন।
এরপর
এখন আপনি সেটা
এবার সেটা কে Select করে Crop করুন।
ক্রপ করা হয় গেলে এবার আপনি সেটাকে সেইভ করে Set as desktop background এ ক্লিক করুন।
এখন আপনি ডেক্সটপের হোমে যান।
গিয়ে আপনি মাউসের রাইট বাটন ক্লিক করে View এ Mouse Pointer রাখুন, Show desktop icon থেকে Mark option তুলে নেন।
এবার আপনি ম্যাজিক দেখুন।
প্রতিটা আইকনে ক্লিক করুন তো, দেখুন কাজ করে কি না।
হা হা হা হা হা হা হা হা হা হা হা হ হা হা
দেখলেন তো কি মজা।
এবার দেখি কে ডুকতে পারে আপনার কম্পিউটার আইকনে।
এখন যদি আপনি আপনার কম্পিউটার আইকনে যেতে চান তাহলে
Windows+E
আর হ্যা আপনার আগের সেটিং ফিরিয়ে আনতে
মাউসের রাইট বোতাম এ গিয়ে ভিউ লেখাতে গিয়ে সেট এজ ডেস্কটপ আইকন লেখাতে মার্ক দিন, ব্যাস হয়ে গেল।
আরো ভালো পোষ্ট পেতে আমার সাথেই থাকুন।