Site icon Trickbd.com

ইন্টারনেট বিশ্বের সব স্থানে ছড়াতে কৃত্রিম উপগ্রহ চালু করছে ফেসবুক

Unnamed

আফ্রিকার দুর্গম অঞ্চলের
সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে
ইন্টারনেট সেবা ছড়িয়ে দিতে
কৃত্রিম উপগ্রহ (স্যাটেলাইট) চালুর
ঘোষণা দিয়েছেন ফেসবুকের
প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ।
২০১৬ সালের মধ্যেই প্রথম উপগ্রহটি
চালু করা সম্ভব হবে বলেও
জানিয়েছেন তিনি।
ফ্রান্সভিত্তিক ইন্টারনেট
সেবাদাতা প্রতিষ্ঠান ‘ইউটেলস্যাট’
এর সঙ্গে অংশীদারিত্বের
ভিত্তিতে এই উহগ্রহ উৎক্ষেপণ করা
হবে। সারা বিশ্বে ইন্টারনেট সেবা
পৌঁছানোর লক্ষ্যে internet.org নামে
ফেসবুকের নেওয়া কর্মসূচির আওতায়
এটি বাস্তবায়ন করা হবে।
এরইমধ্যে বিভিন্ন দেশে internet.org
কর্মসূচির ব্যাপক সমালোচনা হচ্ছে। এর
মাধ্যমে ফেসবুক তার অংশীদারদের
অন্যায্য সুবিধা দিচ্ছে বলেও
অভিযোগ উঠেছে।

এ বিষয়ে জাকারবার্গ বলেন, ‘পুরো
বিশ্বকে এমনকি আমাদের গ্রহের
বাইরেও ইন্টারনেট সংযুক্ত করতে
কাজ করে যাচ্ছি আমরা। ফেসবুকের
এই কর্মসূচির আওতায় নতুন কোনো
প্রযুিক্ত নয়; বরং বিদ্যমান
স্যাটেলাইট প্রযুক্তিকেই কাজে
লাগানো হবে।
দুর্গম অঞ্চলের
লোকজনকে ইন্টারনেটে সংযুক্ত
করার ক্ষেত্রে প্রথাগত অবকাঠামো
যথেষ্ট নয়; তাই আমাদের নতুন প্রযুক্তি
উদ্ভাবন করতে হবে। গত এক বছর ধরে
আমরা স্যাটেলাইট ও এয়ারক্রাফট
ব্যবহার করে সুবিধাবঞ্চিত
কমিউনিটিগুলোতে ইন্টারনেট
সেবা পৌঁছানোর বিভিন্ন উপায়
নিয়ে চিন্তা করেছি।’
২০১৬ সালের শেষার্ধে কৃত্রিম
উপগ্রহটি উৎক্ষেণ করা সম্ভব হবে বলে
জানিয়েছে ইউটেলস্যাট। বর্তমান
বিশ্বে বিভিন্ন প্রতিষ্ঠান
স্যাটেলাইটের মাধ্যমে ইন্টারনেট
সেবা দিয়ে আসছে; তবে ব্যয়বহুল
হওয়ায় উন্নয়নশীল অনেক দেশের
জনগণের পক্ষেই তা ব্যবহার করা সম্ভব
হচ্ছে না। সূত্র: বিবিসি

টিউন টি সর্বপ্রথম প্রকাশিত হয়েছিল আমার ব্লগ > PostMaza.Com এ <<