Site icon Trickbd.com

মাথায় কাপড় না দিলে শয়তান কি চুলে আশ্রয় নেয়?

Unnamed

প্রশ্ন : অনেকেই আছেন মাথায় কাপড়
দেন না, আবার আজান
হলে মাথায় কাপড় দেন। আজান শেষ


> নতুন নতুন টিপস্ click here<<

হলে মাথার কাপড়
নামিয়ে ফেলেন। জিজ্ঞেস করলে
বলেন, আজানের সময় মাথায়
কাপড় না দিলে শয়তান চুলের ফাঁকে
এসে আশ্রয় নেয়। এ কথা
কতটুকু সত্য? এ সম্পর্কে ইসলামের বক্তব্য
জানতে চাই?
উত্তর : না, এটি সত্য কথা নয়। এটি
কুসংস্কার। মানে
আজানের সময় শয়তান এসে চুলের
ফাঁকে
ঢুকে যাবে আর অন্য

সময় ঢুকবে না, শয়তান মানে কী
কারণে
আজানের সময় চুলের
ফাঁকে ঢুকবে। এটি শুদ্ধ কথা নয়। শয়তান
সব অবস্থায়
মানুষের কাছে প্রশ্রয় নিতে পারে।
আজানের সময় ঢুকতে
পারে, আজানের আগে/পরেও ঢুকতে
পারে। আর আজানের আগে ও পরে
ঢোকার সম্ভাবনা বেশি আজানের
সময়
চেয়ে।
কারণ, আজানের সময় শয়তানের হুঁশ
থাকে না। শয়তান
দৌড়াতেই থাকে। এ জন্য মাথায় সব
সময়
কাপড় দেবেন।
যাঁদের আশঙ্কা আছে শয়তান ঢুকে
যেতে পারে, মাথায় কাপড়
দিয়ে বের হবেন। যাতে করে শয়তান
আপনাকে কোনোভাবে
প্রতারিত করতে না পারে। তবে
বিশেষ
করে মুসলিমদের জন্য
মাথা ঢেকে রাখা ইসলামের
বিধান।
তাই সে ক্ষেত্রে ইসলামের বিধান
অনুসরণ করাটাই উচিত।
বিশিষ্ট আলেম ড. মুহাম্মদ সাইফুল্লাহ

বাংলাদেশের সবথেকে বিখ্যাত ফোরাম সাইটে যেতে চাইলে
> এখানে ক্লিক করুন <<

Exit mobile version