Site icon Trickbd.com

এইমাত্র পাওয়া গেল মুস্তাফিজের হায়দ্রাবাদ ভক্তদের জন্য দুঃসংবাদ ।

Unnamed

ম্যাচ চলাকালীন সময়
ডান হাঁটুতে চোট পেয়ে আইপিএল
থেকে ছিটকে যেতে হয়েছে আশিস
নেহরাকে। চোট এতটাই ভয়ঙ্কর রূপ
ধারণ করছে যে এবার অস্ত্রোপচার
করতে হবে।
আগামীকাল দিল্লিতে
অলরাউন্ডার সাকিব আল হাসানের
দল কলকাতা নাইট রাইডার্সের
বিপক্ষে বাঁচা-মরার ম্যাচ খেলবে
বাংলাদেশি আরেক
ক্রিকেটারের দল কাটার মাস্টার
মুস্তাফিজের দল সানরাইজার্স
হায়দরাবাদ।
সানরাইজার্স হায়দরাবাদের হয়ে
এবার আইপিএলে প্রথম থেকেই দলকে
ভরসা দিচ্ছিলেন অভিজ্ঞ এই

পেসার। কিন্তু শেষ পর্যন্ত দলের
সঙ্গে থাকতে পারলেন না। এই হাই
গ্রেড টেন্ডন ইনজুরি নিয়ে এবার
তিনি ভরসা রাখছেন লন্ডনের
অর্থপেডিক স্পেশালিস্ট অ্যান্ড্রু
উইলিয়ামসের উপর।
তাই নেহরার তাঁর হাঁটুর অস্ত্রোপচার
করার জন্য লন্ডন যাাচ্ছেন।
আইপিএলে প্লে-অফে বাঁচা-মরার
ম্যাচে মাঠে নামার আগে এমন
খবরটা শুনে হয়তো মুস্তাফিজ ও
হায়দ্রাবাদ টিম ভক্তদের জন্য বয়ে
আসলে দুঃসংবাদ। আগামীকাল যে
কলকাতার বিপক্ষে হায়দ্রারাদের
বোলার অভিজ্ঞ নেহরা খেলাবেন
না এটা নিশ্চিত।
তবে প্রথম থেকেই নেহরা চোটপ্রবন।
যার ফলে জাতীয় দলে ছিটকে
গিয়ে ফিরতে লেগে গেল এত বছর।
চোট সারিয়ে ফিরলেও তাঁকে দলে
পেরানো হয়নি বহুদিন। এবার
আইপিএল-এর প্রথম ম্যাচই তিনি
খেলতে পারেননি। কিন্তু চোট
সারিয়ে ফিরেছিলেন স্বমহিমায়।
আবার চোট তাঁকে ছিটকে দিল
ক্রিকেট থেকে।
গত ১৫ মে পঞ্জাবের বিরুদ্ধে
খেলার সময় চোট পান তিনি। এই
মৌসুমে ৮টি আইপিএল ম্যাচ
খেলেছেন নেহরা। নিয়েছেন ৯
উইকেট। যদিও চোটের জন্য আগামী
কোনও সিরিজে জাতীয় দলে ডাক
পাননি তিনি।

নতুন নতুন টিপস ট্রিকস পেতে TrickMax.com ভিজিট করুন

Exit mobile version